শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

অজি বধ

অজি বধ

ক্রীড়া প্রতিবেদক

ম্যাকার্থুর ম্যাকেন্নার পঞ্চম বলটি পায়ের ওপর পেয়েই ফাইন লেগে ঠেলে দিয়ে ডাগআউটের দিকে দৌড়াতে শুরু করলেন সুমাইয়া আক্তার। দুহাত পাখির ডানার মতো ছড়িয়ে ছুটছেন তিনি। অন্য প্রান্তে থাকা স্বর্ণা আক্তারও ছুটছেন সেদিকে। ততক্ষণে বলটিও বাউন্ডারি পেরিয়ে গেছে। সেদিকে নজর না দিয়ে সতীর্থদের সঙ্গে বিজয়োল্লাসে মেতে ওঠেন সুমাইয়া-স্বর্ণা। ততক্ষণে টাইগ্রেসদের জয়োধ্বনি ছড়িয়ে পড়ে উইলোমুর পার্কের গ্যালারি ও ধারাভাষ্য রুমেও। সে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বাংলাদেশেও। জাতীয় দলের নারীরা ক্যাম্পে বসে তাদের বিজয়োল্লাসে যোগ দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও প্রকাশ করেছেন রুমানা আহমেদরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটের জয়ে নারীদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত অভিষেক হলো টাইগ্রেসদের।

টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশকে গ্রুপ ‘এ’-এর ডার্ক হর্স হিসেবে পরিচয় করায় আইসিসি। গ্রুপের ফেভারিটের তালিকায় ওপরে রাখা হয় অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে। অথচ সেই ডার্ক হর্স টাইগ্রেসরাই কিনা অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, শক্তিশালীদের হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে দিশা বিশ্বাসের দল। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে স্কোর বোর্ডে ১৩০ রানের পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া। রান তাড়ায় ১৩ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে নারীদের যে কোনো পর্যায়ে এটিই প্রথম জয়ের ইতিহাস।

১৩১ রানের চ্যালেঞ্জ তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি টাইগ্রেসদের। তাতে এত সহজে জিতবে, সেটাও ছিল অকল্পনীয়। ইনিংসের প্রথম বলে উদ্বোধনী ব্যাটার মিষ্টি সাহাকে হারায় বাংলাদেশ। ম্যাকেন্নার বলে গোল্ডেন ডাকে ফেরেন তিনি। তিনে নামা দিলারা আক্তারের সঙ্গে দারুণ এক জুটি গড়েন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা। ৬৬ রানের এ জুটি ভাঙলে ফেরেন দিলারা (৪০)। অবশ্য প্রথম বলে উইকেট হারানোর চাপ তখন অনেকটাই নিমিশে হারিয়ে গেছে। ৫ রানের ব্যবধানে আরেক ওপেনার প্রত্যাশাকেও হারায় টাইগ্রেসরা। অল্প সময়ের ব্যবধানে দুই ব্যাটারকে হারালেও দলকে চাপে পড়তে দেয়নি সুমাইয়া-স্বর্ণা জুটি। ওভারপ্রতি ৬-এর বেশি রান তোলা প্রয়োজন ছিল। একপাশে সেই ক্ষুদা মেটান সুমাইয়া। অন্যপাশে তাকে সঙ্গ দিয়ে যান স্বর্ণা। দুজনের রসায়নটা দারুণ হয়েছিল। শেষ তিন ওভারে ১৬ রান প্রয়োজন ছিল। ৫ বলেই দুটি চার ও একটি ছক্কায় তা মিটিয়ে দেন সুমাইয়া। ২৭ বলে খেলেন ৪১ রানের অপরাজিত ইনিংস।

ইনিংসের শুরুতে আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়ার ২২ রান তুলতেই ২ ব্যাটারকে ফেরায় বাংলাদেশের মেয়েরা। দুটি উইকেটই শিকার করেন অধিনায়ক দিশা। চাপে পড়া অজিদের ম্যাচে ফেরায় ক্লেয়ার মুর ও এলা হেওয়ার্ডের জুটি। স্কোর বোর্ডে ৭৬ রানের বড় সংগ্রহ যোগ করেন তারা। ৫১ বলে ৫২ করে ফেরেন ক্লেয়ার। এলা খেলেন ৩৫ রানের ইনিংস। দিশা ছাড়াও দুটি উইকেট নিয়েছেন মারুফা আক্তার। জাতীয় দলের সঙ্গে কাটানো সময়কে কাজে লাগিয়েছেন মারুফা। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন তারা, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১০

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

১১

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

১২

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১৩

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

১৪

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

১৬

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

১৭

৭৩ বছরে ছাত্র ইউনিয়ন  

১৮

কৃষক খুনের ঘটনায় থামছে না ভাঙচুর ও লুটপাট

১৯

হজের জন্য অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

২০
*/ ?>
X