
স্বপ্নের ফর্মে আছেন শুভমান গিল। চলতি বছরের প্রথম তিন মাসে এটা পঞ্চম আন্তর্জাতিক সেঞ্চুরি তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদ টেস্টে গতকাল ২৩৫ বলে ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ভারতও গিলের ব্যাটে ভর করে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৮৯ রান তুলেছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তোলা ৪৮০ রানের চেয়ে এখনো তারা ১৯১ রানে পিছিয়ে আছে। তবে ৫৯ রানে অপরাজিত বিরাট কোহলি আর ১৬ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজাকে দেখে ব্যবধানটা বেশি বড় মনে হচ্ছে না।
আহমেদাবাদে ভারত দ্বিতীয় দিন শুরু করে বিনা উইকেটে ৩৬ রান নিয়ে। নিজের ৩৫ রানের মাথায় ম্যাথু কুনেমানকে মারতে গিয়ে আউট হন রোহিত শর্মা। এটাই ছিল লাঞ্চের আগে অজিদের একমাত্র সাফল্য। ভারতের রান তখন ৭৪। রোহিত গতকাল বড় রান না পেলেও নতুন মাইলফলক স্পর্শ করেছেন। ভারতের সপ্তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করলেন তিনি। এর আগে এই নজির গড়েন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি ও বীরেন্দ্র শেবাগ। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রানের রেকর্ড শচীনের দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে এই কিংবদন্তির রান ৩৪ হাজার ৩৫৭। রোহিত ২৪১ ওয়ানডে ম্যাচে করেছেন ৯ হাজার ৭৮২ রান। ১৪৮ টি-টোয়েন্টিতে তার রান ৩৮৫৩। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট পর্যন্ত ৪৮ টেস্টে রোহিতের সংগ্রহ ৩ হাজার ৩৪৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩টি শতক রয়েছে ভারতীয় এই ওপেনারের।
তবে রোহিত নয়, আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনের আলো কেড়ে নেন গিল। ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি করে তিনি অস্ট্রেলিয়ান বোলারদের জবাব দিচ্ছিলেন। সঙ্গে চেতেশ্বর পূজারাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১১২ রানের জুটিও গড়েন। ঘরের মাঠে পূজারা ৪২ করে টড মরফির বলে এলবিডব্লিউ হন। এরপর তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে প্যাভিলিয়নে ফেরেন গিল। ততক্ষণে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। দিনের বাকি সময়টা জাদেজাকে নিয়ে নির্বিঘ্নে পার করেছেন বিরাট। যদিও রান তোলার গতি ছিল মন্থর। অস্ট্রেলিয়া দিনের শেষে নতুন বল নেওয়ায় সেই গতি সামান্য বেড়েছিল।