বর্ষসেরা মিরাজের সেই ইনিংস

স্পোর্টস ডেস্ক
বর্ষসেরা মিরাজের সেই ইনিংস

সেই ম্যাচটা একার হাতে জিতিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস। ২০২২ সালের আন্তর্জাতিক ক্রিকেটের সেরা ওয়ানডে ইনিংস সেটি। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএনক্রিকইনফোর বর্ষসেরা অ্যাওয়ার্ড পেয়েছে সেই ইনিংসটি। ৭ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের রান এক পর্যায়ে ছিল ৬ উইকেটে ৬৯।

এ অবস্থা থেকে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭১ রানে পৌঁছায় স্বাগতিকরা। ৮৩ বলে আটটি চার ও চারটি ছক্কায় ঠিক ১০০ রানের ইনিংস খেলেন মিরাজ। জবাবে ভারত ২৬৬ রানে আটকে যায়। ৫ রানে জয় পায় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছিলেন মিরাজ। ২০২২ সালের ওয়ানডের সেরা ইনিংস হওয়ার লড়াইয়ে ছিল মিরাজ এবং ঈশান কিষানের ইনিংস। চট্টগ্রামে সেই সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২১০ রানের ইনিংস খেলেন কিষান। তবে গুরুত্বের বিচারে সেই ইনিংসকে পেছনে ফেলেছে মিরাজের ইনিংস।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com