আর্জেন্টিনার ক্লাবে খেলবেন মিনহাজুল

ক্রীড়া প্রতিবেদক
আর্জেন্টিনার ক্লাবে খেলবেন মিনহাজুল

যশোরের শামসুল হুদা একাডেমি হয়ে উঠছে প্রতিভাবান খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর। এই একাডেমির ফুটবলাররা নজর কাড়ছেন দেশ-বিদেশের বিভিন্ন ক্লাবের। সম্প্রতি একাডেমির তরুণ ফুটবলার মিনহাজুল করিম স্বাধীনকে আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল অ্যাতলেটিকো ভিলা স্যান কার্লোস ক্লাব। শামসুল হুদা একাডেমি সূত্রে জানানো হয়েছে, স্বাধীনকে স্যান কার্লোস ক্লাবের সঙ্গে অনুশীলনের আনুষ্ঠানিক প্রস্তাব পত্রাকারে দেওয়া হয়েছে। আগামী ১৫ আগস্টের মধ্যে স্বাধীনকে যোগ দিতে হবে আর্জেন্টাইন ক্লাবে। স্যান কার্লোস ক্লাবের সঙ্গে স্বাধীনের যোগাযোগ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ট্রেইনার অ্যারিয়েল কোলম্যানের মাধ্যমে।

তিনি একজন আর্জেন্টাইন। কোলম্যান শামসুল হুদা একাডেমি পরিদর্শনে এসেছিলেন। স্বাধীনের খেলা দেখে মুগ্ধ হন তিনি। তার উদ্যোগে পাঠানো স্বাধীনের ভিডিও নজর কাড়ে স্যান কার্লোস ক্লাব কর্মকর্তাদের। শামসুল হুদা একাডেমি থেকে ২০১৩ সালে ইংল্যান্ডের বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন হাফিজুর রহমান। ২০২২ সালে ব্রাজিলের সোসিয়েদাদ স্পোর্তিভো দ্য গামা ক্লাবের সঙ্গে অনুশীলনের সুযোগ পান যশোরের বাঘারপাড়ার নয়ন হোসেন। তিনিও শামসুল হুদা একাডেমির পরিচর্যায় গড়ে ওঠা ফুটবলার। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাবে সুযোগ পাওয়া স্বাধীন বয়সভিত্তিক ফুটবলের পরিচিত মুখ। খেলেছেন ২০২২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যুব দল নিয়ে অনুষ্ঠিত বাফুফে অনূর্ধ্ব-১৮ লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।

আগামী মৌসুমে শেখ জামালের মূল দলে শামসুল হুদা একাডেমির পাঁচজন ফুটবলারের নিবন্ধন হওয়ার কথা। তাদের একজন স্বাধীন। তিনি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে খেলেছেন ২০২১ সালে। সেখানে ছয় গোলের সঙ্গে আট অ্যাসিস্ট করে সবার নজর কাড়েন । ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা আবাহনী ক্রীড়া চক্র লিমিটেড। সেই আসরে আবাহনীর হয়ে খেলেছিলেন শামস উল হুদা একাডেমির নয়জন ফুটবলার, যাদের একজন স্বাধীন। বলা যায়, আবাহনীর জার্সিতে যুব ক্লাব ফুটবলের শিরোপা জিতেছিল যশোরের শামস উল হুদা একাডেমি। স্বাধীন ২০১৬ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ সুপার মখ কাপে বাংলাদেশের হয়ে খেলেছেন। ছিলেন ২০১৭ সালের নেপালের মাটিতে আয়োজিত অনূর্ধ্ব-১৫ সাফ দলের অংশে। খেলেছেন ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ আসরে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com