
চোটে পড়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। নিয়মিত অধিনায়কের ছিটকে যাওয়ায় বিকল্প অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। যদিও টেস্টের
সহঅধিনায়ক লিটন দাসকেই বিকল্প হিসেবে ধরে রেখেছেন তারা। যদিও গণমাধ্যমে শোনা যাচ্ছে, অধিনায়কত্বের চাপ নিতে চান না লিটন। তবে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে তেমন কিছুই জানাননি ডানহাতি এ ব্যাটার। আফগানদের বিপক্ষে টেস্টে শক্তিশালী দল দিতে চায় বাংলাদেশ। এরই মধ্যে দল গঠন নিয়ে কয়েক দফায় বৈঠকে বসেছেন বিসিবির নির্বাচকরা। গতকালও এরই অংশ হিসেবে বিসিবিতে বসেছিলেন তারা। দল কেমন হবে কিংবা অধিনায়ক কে হতে পারেন, সেসবই ছিল আলোচনায়। নির্বাচকদের একটি সূত্রে জানা গেছে, অধিনায়ক নিয়ে তেমন ভাবতে হচ্ছে না তাদের। টেস্টের দল নিয়েই যত আলোচনা। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে, আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব নিয়ে কোনো কিছু জানাননি লিটন। সহকারী হওয়ায় তাকেই অধিনায়ক করার চিন্তা বিসিবির।