
শিরোপার মঞ্চ প্রস্তুত ছিল। কোন প্রক্রিয়ায় সে মঞ্চে পা রাখবে বসুন্ধরা কিংস—এ নিয়েই যা একটু কৌতূহল ছিল। গতকাল শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৬-৪ গোলে হারিয়ে টানা চতুর্থ শিরোপা নিশ্চিত করল হালের পরাশক্তিরা। ফেডারেশন কাপ ফাইনালের ড্রেস রিহার্সেলে মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আবাহনী। ১৭ ম্যাচে বসুন্ধরা কিংসের সংগ্রহ ৪৬ পয়েন্ট। বাকি তিন ম্যাচে হালের পরাশক্তিরা পয়েন্ট শূন্য থাকলেও দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী তাদের টপকাতে পারবে না। ২০১৮ সালে ঘরোয়া শীর্ষ লিগে আত্মপ্রকাশের পর একক অধিপত্য অব্যাহত রাখল ক্লাবটি।
২০০৭ সালে পেশাদার যুগে প্রবেশের পর টানা তিন শিরোপা জিতেছে আবাহনী। প্রথমবারের মতো কোনো ক্লাব টানা চার শিরোপা জয়ের রেকর্ড গড়ল। ঢাকা লিগে ১৯৫৩ থেকে ১৯৫৬ পর্যন্ত টানা চার শিরোপা জয়ের নজির রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের। বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচের ষষ্ঠ মিনিটে দোরিয়েলতন গোমেজের গোলে লিড পায় বসুন্ধরা কিংস (১-০)। ২৬ মিনিটে সুজন বিশ্বাসের গোলে সমতায় আসে শেখ রাসেল (১-১)। ৩৮ মিনিটে দীপক রায় ব্লুজদের লিড এনে দেন (২-১)।
প্রথমার্ধের যোগ করা সময়ে রবসন রবিনিয়োর গোলে সমতায় আসে কিংস (২-২)। পরের মিনিটে মুরসালিন আহমেদের গোলে ফের এগিয়ে যায় চ্যাম্পিয়নরা (৩-২)। বিরতির পর ৫০ মিনিটে দোরিয়েলতন গোমেজ স্কোরলাইন ৪-২ করেন। ৬৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এ ব্রাজিলিয়ান (৫-২)। ৬৯ মিনিটে কেনেথ ইকেচুকু শেখ রাসেলের হয়ে ব্যবধান কমান (৫-৩)। ৭৬ মিনিটে নিজের চতুর্থ গোল করেন দোরিয়েলতন (৬-৩)। ৯০ মিনিটে ম্যাচের দশম গোল করেন কেনেথ ইকেচুকু (৬-৪)। লিগে ১৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে আছেন দোরিয়েলতন। তালিকার পরের পাঁচটি স্থানও বিদেশি ফুটবলারদের।
কুমিল্লায় ফেডারেশন কাপ ফাইনালের ড্রেস রিহার্সেলে মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী ও মোহামেডান। প্রথমার্ধের যোগ করা সময়ে সুলেমান দিয়াবাতের পেনাল্টি গোলে লিড পায় মোহামেডান (১-০)। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল সাদা-কালো জার্সিধারীরা। পরের মিনিটে এলিটা কিংসলের পেনাল্টি গোলে সমতায় আসে আবাহনী (১-১)। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ১৬ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মোহামেডান। মঙ্গলবার কুমিল্লায় ফেডারেশন কাপ ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান।
মুন্সীগঞ্জে রেলিগেশনের ফাঁদে থাকা আজমপুর এফসি উত্তরাকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৮৬ মিনিটে ব্যবধান নির্ধারণী একমাত্র গোলটি করেন ইমতিয়াজ রায়হান। ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অস্টম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। ১৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে উত্তরা এফসি আজমপুর।