বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ-পূর্ব এশিয়ান ৩ দেশ

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ-পূর্ব এশিয়ান ৩ দেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের ‘এইচ’ গ্রুপের সঙ্গী হিসেবে তিন দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশকে পেল বাংলাদেশ। ৪ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইয়ে লাল-সবুজরা খেলবে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের বিপক্ষে।

গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। এশিয়ার ৪৩ দেশ ১১ গ্রুপে বিভক্ত হয়ে বাছাইয়ে খেলছে। ১১ গ্রুপের সেরা দলগুলোর সঙ্গী হয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে সেরা রানার্সআপ চার দলও। মূলপর্বের আয়োজক কাতার প্রতিযোগিতায় সরাসরি খেলবে। আসরটি ২০২৪ সালের ১৫ এপ্রিল থেকে ৩ মে অনুষ্ঠিত হবে। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ২০২৪ সালের অলিম্পিক বাছাই প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হবে। এ আসরে শীর্ষ তিন দেশ প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে।

এ আসরের জন্য পরিকল্পনা সাজাতে এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরাকে নির্দেশ দিয়েছেন। জাতীয় দলের প্রধান কোচ বর্তমানে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দল নিয়ে ব্যস্ত আছেন। ২১ জুন থেকে ৪ জুলাই ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com