
গুলশানের এক হোটেলে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফিকা সভাপতি লিসা স্টালেকার। এর আগে তিনি আলোচনায় বসেছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের ফিকা অনুমোদিত সংগঠন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতৃবৃন্দের সঙ্গেও। সেখানে তিনি ক্রিকেটারদের সংগঠনের স্বাধীন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ সন্মেলনে ফিকা সভাপতি বললেন, ‘অতীতে আমরা দেখেছি স্বাধীন পরিষদই কাজ করেছে। তবে সব ক্ষেত্রে একই ব্যাপার প্রযোজ্য হবে না। প্রথমত সঠিক লোকদের সম্পৃক্ত করতে হবে।
স্বচ্ছতা ও মনখোলা মানসিকতা এবং একসঙ্গে কাজ করার ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ।’ তিনি বাংলাদেশ নারী ক্রিকেটারদের সম্পর্কে বলেন, ‘দেশে এসে তাদের সঙ্গে সামনাসামনি বসে কথা বলাটা দারুণ অভিজ্ঞতা হবে। তাদের উত্থান, আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্তি—এসব নিয়ে কথা হবে। তাদের জন্য এটা অনেক বড় একটা ধাপ এগিয়ে যাওয়া।’