১০ মিটার ফিরতে মরিয়া বাকী

১০ মিটার ফিরতে মরিয়া বাকী

ভালোবাসা ১০ মিটার এয়ার রাইফেল, বড় আন্তর্জাতিক সাফল্যও এ ইভেন্টেই। ১০ মিটার ছেড়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ইভেন্টে দেখা গেল আব্দুল্লা হেল বাকীকে। কোমর ব্যথা ইভেন্ট বদলে বাধ্য করেছে। সুস্থ হয়ে বাকী ফিরতে চান প্রিয় ১০ মিটার ইভেন্টে।

দেড় ঘণ্টার প্রাথমিক পর্ব, প্রস্তুতির জন্য প্রয়োজন আরও ১৫ মিনিট। ফাইনালের সময় মিলিয়ে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের জন্য প্রায় ৩০ ঘণ্টা সময় লাগে। কোমর ব্যথা নিয়ে এত লম্বা সময় শুটিং স্যুট পড়ে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা কঠিন নয়, অসম্ভব। বিপরীতে ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্ট ২৫-৩০ মিনিটেই সম্পন্ন করা যায়। শারীরিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই ১০ মিটার ছেড়ে আপাতত ৫০ মিটার খেলছেন। সুস্থ হলে নিজের প্রিয় ইভেন্টে ফিরতে চান দুটি কমনওয়েলথ গেমস রুপাজয়ী শুটার।

‘৫০ মিটার ইভেন্ট আমি অতীতেও করেছি। এশিয়ান গেমস ও এসএ গেমসও খেলেছি। শারীরিক অবস্থার কারণে এবারের জাতীয় আসরে ৫০ মিটার ইভেন্টে খেলতে বাধ্য হয়েছি। পুরোপুরি সুস্থ হলে অবশ্যই ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ফিরতে চাই’—কালবেলাকে বলছিলেন আব্দুল্লা হেল বাকী।

২০১৯ সালে কোমরের ব্যথায় আক্রান্ত হন বাকী। কিছুদিন চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। ২০২১ সালে ফের আক্রান্ত হন। এ যাত্রায়ও সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ২০২২ সালের মার্চ-এপ্রিলে ফের আক্রান্ত হন; যা এখনো ভোগাচ্ছে। সম্মিলিত শামরিক হাসপাতালের পর ভারতে গিয়ে দেশটির জাতীয় শুটিং দলের চিকিৎসকের ব্যবস্থাপত্রও নিয়েছেন। তাতে প্রতিকার মিলছে না। হাল না ছেড়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বাকী।

সদ্য সমাপ্ত জাতীয় আসরের নৈপুণ্যের আলোকে আন্তর্জাতিক অঙ্গনেও ৫০ মিটার ইভেন্টে সাফল্যের স্বপ্ন দেখছেন কৌশলী এ শুটার, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপে আমার লক্ষ্য ছিল ৫৭০-এর বেশি স্কোর করা। হয়েছে ৫৭৩। নিজের স্কোরটা ৫৮০-তে উন্নীত করতে পারলে কমনওয়েলথ গেমস, ওয়ার্ল্ড কাপ কিংবা এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া সম্ভব। নিজের স্কোরটা ৫৮০-তে উন্নীত করার চেষ্টা করছি। তা করতে পারলে দেশকে ভালো কিছু উপহার দিতে পারব। এখন এ নিয়েই কাজ করছি।’

‘১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টকে বিদায় বলে দিয়েছেন বাকী’—বলে যে গুঞ্জন উঠেছে, তা উড়িয়ে দিলেন টানা তিন কমনওয়েলথ গেমসে পদকজয়ী শুটার, ‘মোটেও না। আমি শারীরিক কারণে আপাতত ১০ মিটারে খেলছি না। সুস্থ হলে ট্রায়াল দেব, টিকলে এ ইভেন্টে ফিরে আসতে চাই।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com