
স্পেনের রেফারি টেকনিক্যাল কমিটির সহসভাপতি জোসে নেগ্রেরিয়াকে অর্থ দেওয়ার অভিযোগে ফেঁসে যাচ্ছে বার্সেলোনা। ম্যাচের ফলাফল প্রভাবিত করার অভিযোগে বার্সেলোনা ও ক্লাবটির সাবেক দুই সভাপতির বিরুদ্ধে মামলা করেছে স্প্যানিশ প্রসিকিউটররা। শুক্রবার গণমাধ্যমে মামলার বিষয়টি জানায় স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। তবে বিচারক মামলাটি গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে দায়িত্ব পালন করেন নেগ্রেরিয়া।
তার কোম্পানি ডিএএসএনআইএলের মাধ্যমে তিন বছরে ১৪ লাখ ইউরো প্রদানের অভিযোগ আছে বার্সার বিরুদ্ধে। প্রসিকিউটরদের দাবি, একটি গোপন চুক্তির মাধ্যমে অর্থের বিনিময়ে নেগ্রেরিয়া বার্সেলোনার ম্যাচে ‘রেফারিদের নেওয়া সিদ্ধান্তের পাশাপাশি ম্যাচের ফলাফলে’ ক্লাবটির পক্ষ নিয়েছিলেন। যদিও রয়টার্স থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি বার্সেলোনা কর্তৃপক্ষ।
এর আগে অর্থ প্রদানের ঘটনা প্রকাশ্যে আসার পর এক বিবৃতিতে বার্সেলোনা বলেছিল, অতীতে তারা বাইরে থেকে একজন টেকনিক্যাল পরামর্শকের সেবা নিয়েছিল। কোনো অন্যায় সুবিধা নেওয়ার কথা উড়িয়ে দেয় তারা। অভিযোগ আছে, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল ও জোসেফ মারিয়া বার্তেমেউর সহায়তায় নেগ্রেরিয়ার সঙ্গে একটি ‘গোপনীয় মৌখিক চুক্তি’ করেছিল বার্সেলোনা। নেগ্রেরিয়ার কোম্পানির কর নিরীক্ষণের পর ঘটনার তদন্ত শুরুকে স্পেনের প্রসিকিউটর অফিস। নেগ্রেরিয়া এবং তার ছেলে প্রসিকিউটর অফিসে সাক্ষ্য দেন। সেখানে তারা বার্সাকে অর্থের বিনিময়ে বাড়তি সুবিধা দেওয়ার কথা অস্বীকার করেন। এ সময় তারা দাবি করেন, পরামর্শক হিসেবে কাজ করার জন্য এই টাকা নেওয়া হয়েছিল।