সাকিব-ইমরুলের চোখ শিরোপায়

ক্রীড়া প্রতিবেদক
সাকিব-ইমরুলের চোখ শিরোপায়

দুপুর ২টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বসেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। একে একে যোগ দেন সাকিব আল হাসান, ইমরুল কায়েস, শুভাগত হোম, রনি তালুকদার, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও খালেদ আহমেদরা। প্রায় দুই ঘণ্টায় ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আসন্ন মৌসুম নিয়ে পরিকল্পনা হয় তাদের। এরপর সংবাদ সম্মেলনে এসে শিরোপা জেতার প্রত্যাশা জানান সাকিব-ইমরুলরা।

সর্বশেষ দুই মৌসুমে জাতীয় দলের তারকাদের নিয়ে দল গড়ে মোহামেডান। সিরিজ ব্যস্ততায় খেলোয়াড়দের সব ম্যাচে পায়নি তারা। এতে করে সর্বশেষ আসরে সুপার লিগের আগেই বাদ পড়ে ঐতিহ্যবাহী ক্লাবটি। এবার তাই পরিকল্পনা করেই দল গড়েছে তারা। শিরোপা জিততেই মাঠে নামবেন বলে জানিয়েছেন ক্লাব কর্তারা।

দলে সাকিব থাকলেও জাতীয় দল ও আইপিএলের জন্য নিয়মিত থাকবেন না তিনি। পুরো মৌসুমে দলকে নেতৃত্ব দেবেন ইমরুল। দলটির প্রধান কোচের ভূমিকায় থাকবেন আশিকুর রহমান। গত মৌসুমে দল সুপার লিগে না ওঠায় ক্লাব পরিবর্তন করে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলেছিলেন সাকিব। এবার কত ম্যাচে খেলবেন প্রশ্নে তিনি বলেন, ‘ইচ্ছে আছে সব খেলার। বাকিটা দেখা যাক।’ বিষয়টি পরিষ্কার করে সাকিব বলেছেন, ‘চেষ্টা থাকবে সব ম্যাচ খেলার। তবে জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএল আছে। এর মাঝখানে চেষ্টা করব যথাসম্ভব দলের সঙ্গে থাকার ও ম্যাচগুলো খেলার।’

সর্বশেষ কয়েক মৌসুমেও শিরোপার কাছাকাছি যেতে পারেনি মোহামেডান। এবার সেটা সম্ভব হবে বলে বিশ্বাস সাকিবের, ‘এবার আমরা দল হিসেবে খেলতে পারব এবং ওরকম ফল আনতে পারব, যেটা মোহামেডান অনেকদিন ধরেই চাচ্ছে (শিরোপা)।’ দলটির অধিনায়ক ইমরুলের চোখ শিরোপায়, ‘আমি কয়েক বছর ধরে যে দলে খেলেছি, কমিটমেন্ট ছিল যেন চ্যাম্পিয়ন হতে পারি। একই পথে চেষ্টা করব মোহামেডান ক্লাব যেন আলাদা ফল করে, আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com