মাহবুব সরকার
প্রকাশ : ৩০ মে ২০২৩, ১০:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

ক্রোয়াট ইমপ্যাক্ট

ক্রোয়াট ইমপ্যাক্ট

ইতিহাসে লেখা আছে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে মাতেও কোভাসিচ রিয়াল মাদ্রিদের হয়ে শিরোপা জিতেছেন। এ মিডফিল্ডার কিন্তু তিন ফাইনালের একটিও খেলেননি, স্কোয়াডে ছিলেন। সে হিসেবে ইন্টারের ব্রোজোভিচ না খেললেও দল জিতলে তিনিও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হবেন ।ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে ইন্টার মিলান। ম্যাচের ভাগ্য নির্ধারক এক হয়ে দাঁড়াবেন এক ক্রোয়েশিয়ান।

ফাইনাল ম্যাচে খেলার সুযোগ না পেলেও শিরোপা জয়ে ভূমিকা রাখবেন দেশটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ!ওপরের অংশটুকু পড়ে হয়তো তালগোল পাকাচ্ছেন, পাকানোরই কথা। একাদশে থাকা নিশ্চিত নয়, স্কোয়াডে থেকে কীভাবে দলের জয়ে ভূমিকা রাখবেন ব্রোজোভিচ? গত এক দশক ইউরোপের এই এলিট আসরটিতে ফলাফল ঘাঁটলে বিষয়টি পরিষ্কার হবে! চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ দশ সংস্করণে শিরোপাজয়ী দলে অন্তত একজন ক্রোয়াট ফুটবলার ছিলেন। এবারের আসরের দুই ফাইনালিস্টের স্কোয়াডের একমাত্র ক্রোয়েশিয়ান প্রতিনিধি ইন্টার মিলান মিডফিল্ডার ব্রোজোভিচ।

সে হিসেবে শিরোপা তো ‘দ্য ব্ল্যাক অ্যান্ড ব্লুজ’ ডাকনামে ক্লাবটির জেতার কথা! অতীতের ধারাবাহিকতার প্রসঙ্গ টেনে এটি একটি তুলনা মাত্র। সে ধারাবাহিকতার দেয়াল গুঁড়িয়ে দেওয়ার সব ধরনের যোগ্যতা ম্যানসিটির রয়েছে। ফাইনালে ‘ক্রোয়াট ইমপ্যাক্ট’-এর পরও পরিষ্কার ফেভারিট পেপ গার্দিওলার দল। অবশ্য বাইরের হিসাব, ফেভারিটের তকমা সবসময় মাঠে প্রতিফলিত হয় না, যার প্রমাণ ২০১০ সালের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল। পেপ গার্দিওলার সর্বগ্রাসী বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল এই ইন্টার মিলান।

শেষ পর্যন্ত শিরোপাও জিতেছে ইতালিয়ান জায়ান্টরা। ২০০৫ সালের ফাইনালে তারকায় ঝলমলে মিলানকে হারিয়ে উৎসব করেছিল লিভারপুল, সেটা প্রথমার্ধে ০-৩ গোলে পিছিয়ে থাকার পরও। তাই ১০ জুন রাতে ইস্তাম্বুলের ফাইনাল নিয়ে কৌতূহল থাকছেই। ফাইনালে শেষ পর্যন্ত ‘ক্রোয়াট ইমপ্যাক্ট’ যদি কাজ করে, সেটা হবে মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটির ফুটবলারদের টানা ১১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য কীর্তি। গত এক দশকে সর্বোচ্চ পাঁচবার এমন কীর্তি গড়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ড জেনারেল লুকা মদরিচ। ২০১৩ সালে মারিও মানজুকিচকে দিয়ে ‘ক্রোয়াট-ইমপ্যাক্ট’-এর সূচনা।

অল জার্মান ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে বায়ার্ন মিউনিখের হয়ে শিরোপা জিতেছিলেন ক্রোয়েশিয়ান এ ফরোয়ার্ড। পরের বছর অল মাদ্রিদ ফাইনালে অ্যাতলেটিকোকে হারিয়ে রিয়ালের হয়ে শিরোপা জিতেছেন লুকা মদরিচ। ২০১৫ সালে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসকে হারিয়ে বার্সেলোনার হয়ে শিরোপা জিতেছেন মিডফিল্ডার ইভান র্যাকিটিচ।

২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিন আসরে রিয়াল মাদ্রিদের হয়ে শিরোপা জিতেছেন দুই ক্রোয়াট—লুকা মদরিচ ও মাতেও কোভাসিচ। ২০১৪ সালের মতো ২০১৬ সালেও অল মাদ্রিদ ফাইনাল দেখেছে চ্যাম্পিয়ন্স লিগ। এ যাত্রায়ও দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকোকে হতাশ করে পোডিয়াম থেকে সমর্থকদের হৃদয়ে উৎসবের রেণু ছড়ায় রিয়াল মাদ্রিদ। ২০১৯ সালে অল ইংলিশ ফাইনালে টটেনহ্যামকে হারায় লিভারপুল। অল রেডদের হয়ে শিরোপা জিতেছেন ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক দেয়ান লভরেন। ২০২০ সালের ফাইনালে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পুনরুদ্ধার করে বায়ার্ন মিউনিখ। দ্য বাভারিয়ানদের হয়ে ট্রফি উঁচিয়ে ধরেন অ্যাটাকার ইভান পেরিসিচ।

২০২১ সালেও অল ইংল্যান্ড ফাইনাল দেখেছে চ্যাম্পিয়ন্স লিগ। ম্যানসিটিকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাস করে চেলসি। ব্লুজদের শিরোপা উল্লাসে ছিলেন ক্রোয়াট সেন্ট্রাল মিডফিল্ডার মাতেও কোভাসিচ; যিনি ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। গত আসরের ফাইনালে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলকে হারিয়ে ইউরোপে আরেকবার আধিপত্য প্রতিষ্ঠা করে রিয়াল মাদ্রিদ। ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের পর স্প্যানিশ জায়ান্টদের হয়ে পঞ্চম শিরোপা জয় করেন লুকা মদরিচ।

সে ধারাবাহিকতায় এবারের আসর ইন্টার মিলানের মার্সেলো ব্রোজোভিচের কি না—সেটা সময়ই বলবে। ক্ষুরধার সিটির আক্রমণভাগের বিপরীতে ইন্টারের নিশ্ছিদ্র রক্ষণ প্রাচীর ফাইনালকে ঘিরে উত্তেজনার পারদ চড়াচ্ছে। ১২ ম্যাচে ৮ ক্লিনশিট নিয়ে ফাইনাল খেলতে নামা ইন্টার গোলরক্ষক আন্দ্রে ওনানাও সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলনে অভিযোগ / বিআইপিডির কোটি টাকা পরিশোধ করছে না ফার ইস্ট ফাইন্যান্স

কিশোরগঞ্জে খালে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

বিএনপির কারাবন্দি নেতা খোকনের পরিবারের খোঁজ নিলেন মহানগরীর নেতারা

কাতার ছাড়ার চিন্তা করছেন ফিলিস্তিনি নেতারা

তীব্র দাবদাহে জবির ক্লাস-পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত কাল

গরম কমাতে হিট অফিসারের যত পরামর্শ 

এবার আগুনে পুড়ে ছাই ৪০ বিঘা পানের বরজ

সাভারে ভাঙারির গোডাউনে আগুন

গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আগুনে রোদ আর তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ

১০

যুক্তরাষ্ট্রের উৎসবে সোহানা সাবা

১১

মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ হাজার টাকা বেতনে চাকরি

১২

রাতেই যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

৭১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

১৪

প্রেমিকাকে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি দিলেন সাইফুল

১৫

নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারবে : ইসি আলমগীর

১৬

চেয়ারম্যান প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা কামাল

১৭

তীব্র দাবদাহে ট্রাফিক পুলিশের পাশে আইজিপি

১৮

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন আটক

১৯

আ.লীগের সভা থেকে রুবেলকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ

২০
*/ ?>
X