
গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে, উন্নতি করেছে। এ অগ্রগতি ধরে রাখতে সবাইকে উদ্যমী হতে হবে। গতকাল সোমবার রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ-২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রচারমন্ত্রী বলেন, আপনারা গত ১৪ বছরের খতিয়ানে দেখতে পাবেন, আমরা এ সময়কালে প্রতিটি খেলায় সাফল্য পেয়ে চলেছি। গত বছরও এ টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। কাবাডি আমাদের জাতীয় খেলা এবং এ খেলা আন্তর্জাতিকীকরণ করা হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমাদের আবহমান বাংলার গ্রামের একটি খেলাকে আন্তর্জাতিকীকরণ করতে পেরেছেন, এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।
অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সভাপতি এবং সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান স্বাগত বক্তব্য দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা কামাল এবং বিশিষ্ট ক্রীড়াবিদরা এতে যোগ দেন।
বিএনপি ক্ষমতায় এলে ভাতা কেড়ে নেবে : গতকাল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ড. হাছান মাহমুদ বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে ভাতা চালু করেন। বিএনপি এসে সেই ভাতা দেওয়ার ক্ষেত্রে চরম অনিয়মের আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসার পর বর্তমান দেশের প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষ নানা ধরনের ভাতা পাচ্ছে। তারা (বিএনপি) যদি আবার ক্ষমতায় আসে তবে ভাতাগুলো কেড়ে নিয়ে খেয়ে ফেলবে।
পোমরা ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী। ইউপি সদস্য আলমগীর তালুকদার রণির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ।