
দারুণ ফর্মে আছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি তার দাপটেই জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে মিলিয়ে তার ইনিংস যথাক্রমে ৫৮, ০, ৫৩, ৫১, ৪৬*। প্রয়োজনের সময় তার জ্বলে ওঠা দেখে মুগ্ধ সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন।
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ জেতার দিনে শান্ত করেছিলেন ৫১ রান। দ্বিতীয়
টি-টোয়েন্টিতে শান্ত ছিলেন আরও পরিণত। মিরপুরের মন্থর উইকেটে দলের বিপর্যয়ে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে সিরিজ জয় নিশ্চিত করেন তিনি। তার ইনিংস দেখার পর নাসের হুসেইন স্কাই স্পোর্টসকে বলেন, ‘ফেয়ার প্লে টু বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ২-০-তে এগিয়ে। বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। শান্ত তারকা হতে চলেছে। তাদের ভালো কিছু ক্রিকেটার খুঁজে বের করতে হবে। এটি তাদের জন্য বড় জয়। আমাদের জন্য এটি আমাদের গুরুত্বপূর্ণ সফর। এটা বাংলাদেশের জন্য কি ছিল সেটা আমরা দেখেছি। আমাদের সবাইকে একই চোখে দেখতে হবে। ইংল্যান্ড দল ভারসাম্যপূর্ণ ছিল না।