
আয়োজক হওয়ায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে স্বাগতিক ভারত। এ ছাড়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে আরও সাতটি দেশ। কিন্তু আয়োজক ভারত জায়গা করে নিয়েছে ওয়ানডে সুপার লিগের সেরা সাতে। সুতরাং সুপার লিগের পয়েন্ট টেবিলের সেরা আট দল সরাসরি খেলবে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে।
বাংলাদেশসহ এরই মধ্যে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে সাত দল। ১৩ দলের এই সুপার লিগে অন্য ছয় দল থেকে সরাসরি সুযোগ পাবে আর মাত্র একটি দল। ফাঁকা সেই জায়গার জন্য লড়াই করছে শ্রীলঙ্কা, উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ২১ ম্যাচে ১৫০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। তালিকার দুইয়ে থাকা স্বাগতিক ভারতের পয়েন্ট ১৩৯। তালিকার পরের পাঁচ দল হচ্ছে পাকিস্তান (১৩০), ইংল্যান্ড (১২৫), অস্ট্রেলিয়া (১২০), বাংলাদেশ (১২০) ও আফগানিস্তান (১১৫)।
আর ৮৮ পয়েন্ট নিয়ে তালিকার আটে আছে উইন্ডিজ। ৯ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৭৯। আর এক পয়েন্ট কম নিয়ে তালিকার ১০ নম্বরে আছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলছে প্রোটিয়ারা। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ক্যারিবীয়দের টপকে শীর্ষ আটে ওঠার সুযোগ রয়েছে প্রোটিয়াদের সামনে। চলমান সিরিজের শেষ ওয়ানডেতে ইংলিশদের হারাতে পারলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতবে টেম্বা বাভুমার দল। আর তাতে সুপার লিগ টেবিলেও আসবে পরিবর্তন। উইন্ডিজকে টপকে যাবে প্রোটিয়ারা। ফলে ৯ নম্বরে নেমে যাবেন নিকোলাস পুরান-জেসন হোল্ডাররা। সুপার লিগের এই চক্রে ক্যারিবীয়দের আর কোনো ম্যাচ বাকি নেই।
তাই বাছাই পর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এর আগেও ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হয়েছে ক্যারিবীয়দের। এই লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার অন্য প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা। খুব একটা পিছিয়ে নেই লঙ্কানরাও। ৭৭ পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ’৯৬-এর বিশ্বচ্যাম্পিয়নরা। ওয়ানডে সুপার লিগে এখনো তিনটি ম্যাচ বাকি দাসুন শানাকার দলের। মার্চের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে লঙ্কানরা। কিউইদের মাটিতে হতে যাওয়া সেই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ১০৭। এতে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা তৈরি হবে লঙ্কানদের।
এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয়সহ আরও দুটি ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার। নেদারল্যান্ডসের বিপক্ষে আরও দুটি ম্যাচ জিতলে সরাসরি বিশ্বকাপে খেলবে প্রোটিয়ারাই। তখন সরাসরি বিশ্বকাপে খেলায় শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ কোনো প্রভাব ফেলবে না প্রোটিয়াদের। সুপার লিগের প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো পায় ১০ পয়েন্ট। ইংল্যান্ডকে ধবলধোলাই করার পর ডাচদের বিপক্ষে দুই ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১০৯।
আর এই তিন ম্যাচের একটিতেও যদি হারে দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কা তিনটি ম্যাচই জিতলে সরাসরি বিশ্বকাপ খেলবে লঙ্কানরা। এরই মধ্যে স্বাগতিক ভারতসহ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান।