
এশিয়া কাপ স্টেজ-ওয়ান আরচারি প্রতিযোগিতার রিকার্ভ মিশ্র ইভেন্টের স্বর্ণপদকের ম্যাচে আজ লড়াইয়ে নামছে বাংলাদেশ। ইভেন্টের আগে শিষ্যদের মাথা ঠান্ডা রেখে নিজেদের সেরাটা প্রদানের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কোচ ফ্রেদেরিক মার্টিন।
‘মিক্সড টিম ইভেন্ট ফাইনালের আগে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেলকে বলেছি, মনোযোগ ধরে রেখে আত্মবিশ্বাসী থাক। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা কর’—তাইওয়ান থেকে কালবেলাকে বলছিলেন বাংলাদেশ কোচ। এ আসর দিয়ে ভবিষ্যৎ মজবুত করার কথা উল্লেখ করে ৫৫ বছর বয়সী এ জার্মান কোচ আরও বলেন, ‘প্রতিযোগিতায় এখন পর্যন্ত দলের যা পারফরম্যান্স, তা ঠিক আছে। রোববার আমাদের আরও তিনটি ইভেন্ট রয়েছে। এ আসরে বাংলাদেশ আরচারির ভবিষ্যৎ আরও মজবুত করবে বলেই আমি বিশ্বাস করি।’
বাংলাদেশ সময় আজ দুপুর ২টা ৫২ মিনিটে স্বর্ণপদকের লড়াইয়ে নামবে হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীকে নিয়ে গড়া বাংলাদেশ দল; প্রতিপক্ষ কাজাখস্তান। এ ইভেন্ট শেষ করে নারীদের একক ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে মালয়েশিয়ার মাশায়েখ সায়াকিরার বিপক্ষে লড়বেন দিয়া সিদ্দিকী। ছেলেদের একক ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে হাকিম আহমেদ রুবেল খেলবেন কাজাখস্তানের আব্দুললিন ইলফাতের বিপক্ষে।
এদিকে, ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-৬ সেটে হেরে গেছে বাংলাদেশ। তার আগে হাকিম আহমেদ রুবেল, মো. সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া বাংলাদেশ প্রি-কোয়ার্টার ফাইনালে ম্যাকাওকে ৬-০ পয়েন্টে ও কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে। সেমিফাইনালে ভারতের সঙ্গে ৪-৪ সমতার পর টাইব্রেকারে হেরে গেছে বাংলাদেশ।