এইচপির ক্যাম্পে যোগ দিলেন হ্যাম্প ও মনোবিদ স্কট

এইচপির ক্যাম্পে যোগ দিলেন হ্যাম্প ও মনোবিদ স্কট

ক্রীড়া প্রতিবেদক

বারমুডার সাবেক ক্রিকেটার ডেভিড হ্যাম্পকে এইচপি প্রধান এবং ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫২ বছর বয়সী হ্যাম্প প্রথম শ্রেণির ক্রিকেটে গ্ল্যামারগন ও ওয়ারইয়র্কশায়ারের হয়ে খেলেছেন।

বাংলাদেশের দায়িত্ব গ্রহণের আগে পাকিস্তান নারী ক্রিকেট দল নিয়ে কাজ করেছেন হ্যাম্প। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ছিলেন দেশটির নারী দলের কোচ। বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন সাবেক এ ব্যাটার। চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনে। একই সঙ্গে ড. ডেভিড স্কটকে এইচপি স্কোয়াডের মনোবিদ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি; যিনি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিশেষজ্ঞ হিসেবে খ্যাতিসম্পন্ন।

এইচপি কোচিং স্টাফ : ডেভিড হ্যাম্প (প্রধান এবং ব্যাটিং কোচ), ডলার মাহমুদ (সহকারী বোলিং কোচ), গোলাম মুর্তজা (ফিল্ডিং ও উইকেটকিপার কোচ), তুষার কান্তি হাওলাদার (ট্রেইনার), খাদেমুল ইসলাম শাওন (ফিজিও সমন্বয়ক), নাসির আহমেদ নাসু (বিশ্লেষক), ড. ডেভিড স্কট (মনোবিদ) ও খাইরুল ইসলাম (ফিজিও)।

এইচপি স্কোয়াড : তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হুসেইন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লা, অমিত হাসান, প্রান্তিক নওরোজ, আবদুল্লাহ আল মামুন, রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিসাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাঈম হোসেন সাকিব, নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আসাদুল্লা হিল গালিব।

Related Stories

No stories found.
logo
kalbela.com