সাকিবের পর মুস্তাফিজের ‘সেঞ্চুরি’

সাকিবের পর মুস্তাফিজের ‘সেঞ্চুরি’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১০০-র বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব এতদিন ছিল শুধু সাকিব আল হাসানের। এবার তিন অঙ্কের সেই ক্লাবে যোগ দিলেন পেসার মুস্তাফিজুর রহমানও।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মঙ্গলবার মালানের উইকেট নিয়ে মুস্তাফিজের হয়েছে দারুণ সেঞ্চুরি। ৮১ ম্যাচে তার উইকেট সংখ্যা ১০০। ১১২ ম্যাচে ১৩০ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব। টি-টোয়েন্টিতে বাংলাদেশের আর কোনো বোলার এ দুজনের ধারেকাছে নেই। তৃতীয় স্থানে থাকা আব্দুর রাজ্জাক খেলা ছেড়ে এখন বিসিবির নির্বাচক। ৩৪ ম্যাচে তার উইকেট ৪৪। এখন খেলা চালিয়ে যাওয়া বোলারদের মধ্যে এ তালিকায় সাকিব ও মুস্তাফিজের পর আছেন তাসকিন আহমেদ। ৪৯ ম্যাচে তার উইকেট ৩৮টি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com