
সিরিজের প্রথম টেস্টে ৮৭ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে হারের ব্যবধান আরও বড়। ওয়ান্ডারার্সে ৩৯১ রান করতে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে শেষ করল দক্ষিণ আফ্রিকা।
টেম্বা বাভুমার সেঞ্চুরিতেই জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৮৪ রানের বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তারা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩২০ রান করেছিল। জবাবে ২৫১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। ১০৩ রানে তারা ৫ উইকেট হারায়।