সহজ জয় পেল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক
সহজ জয় পেল আবাহনী

বড় জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছে আবাহনী লিমিটেড। ৪৮.৩ ওভার ব্যাটিং করে ১০৫ রানে ইনিংস গুটিয়ে যায় কেরানীগঞ্জ ক্রিকেট ক্লাবের। সহজ লক্ষ্য পেয়ে ২৯.১ ওভার বাকি রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেন জাহানারা আলমরা।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিং নেয় কেরানীগঞ্জ। কিন্তু সিদ্ধান্ত যে ভালো হয়নি তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। শুরু থেকে কেরানীগঞ্জকে চেপে ধরেন আবাহনীর বোলার সান্দিহা ইসলাম আশা। ৮ ওভারে মাত্র ৮ রান দিয়েই ৩ উইকেট নেন তিনি। তবে একপাশ আগলে রেখে ফিফটি করে দলকে সম্মানসূচক সংগ্রহ এনে দেন শাহানাজ পারভীন। রান তাড়ায় মুর্শিদা খাতুনের ৪৪ ও ইশমা তানজিমের ২৪ রানে চড়ে জয় নিশ্চিত করেছে আবাহনী।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com