হাসানের টার্গেট ৫০০

ক্রীড়া প্রতিবেদক
হাসানের টার্গেট ৫০০

চোট কাটিয়ে তখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ বোলিংও করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের ‘এ’ দলে নিজেকে না দেখে হতাশ হয়েছিলেন ডানহাতি এ পেসার। তখন এক নির্বাচকের কাছে জানতে চেয়েছিলেন না থাকার কারণ? পরে জানতে পারেন, জিম্বাবুয়ে সফর দিয়ে জাতীয় দলেই ফেরা হচ্ছে তার। ২০২০ সালে ঘরের মাটিতে হাসানের অভিষেকের পর ৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ, সেখানে হাসানের সুযোগ হয়েছে মাত্র ১১টিতে। যখনই সুযোগ এসেছে, নিজেকে প্রমাণও করেছেন সেভাবে। নামের পাশে ১৫ উইকেট তারই প্রমাণ।

চোটে পড়ে ক্যারিয়ারের শুরুতে বড় ধাক্কা নেমেছিল হাসানের। এক বছর পর ফিরেই এখন দলে নিয়মিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম্যাচই নাকি হাসানের সাহস বাড়িয়ে দিয়েছে, ‘ভারতের সঙ্গে বিশ্বকাপে আমার প্রথম ম্যাচ ছিল। ওই ম্যাচের পর আমার ভয়টা কেটে গেছে। এখানে (ইংল্যান্ড সিরিজে) আরেকটু সহজ হয়েছে।’ গতকাল মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক হাসানও। বোলিংয়ে শুরুতে ২ ওভারে ২১ রান দেওয়া এ পেসার ডেথ ওভারে ২ ওভারে ৫ রানে নেন ২ উইকেট। তাতেই বড় পুঁজি থেকে ছিটকে যায় ইংলিশরা। কোনো ব্যাটারের হাতে মার খেলে আসল রূপ বের হয় হাসানের। তার ভাষ্যমতে, “কোনো বল যদি বাউন্ডারি হয়েও যায়, তবু আমি আমার স্ট্রেংথে থাকি, পছন্দের বলটাই করি। ওই সময়টায় আমি নিজের ‘ক্যারেক্টারটা শো’ করতে পছন্দ করি। আমি চাই ওই চ্যালেঞ্জটা নিতে।” সর্বশেষ ম্যাচে প্রথম স্পেলের শেষ দুই বলে পরপর দুই ছক্কা মারা জস বাটলারকে শেষ স্পেলে এসে প্রথম বলেই ফেরান তিনি। পরিকল্পনা নিয়ে হাসান বলেন, ‘ও যে আমাকে দুটি ছয় মেরেছে পরপর, আমি ওই ছয়ের দিকে তাকাইনি। আমি দেখিইনি ও কী করছে। আমি শুধু কী করব, তা নিয়ে ভাবছিলাম। শেষ দুই ওভারে আমার চ্যালেঞ্জ ছিল যে কোনোভাবে এ দুই ওভার রান কম দিতে হবে। সেটাই করার চেষ্টা করেছি।’

ওয়ানডে আর টি-টোয়েন্টির পার্থক্য তুলে ধরে এ পেসার বলেন, ‘টি-টোয়েন্টিতে তো ৪ ওভার থাকে। খুবই দ্রুত শেষ হয়ে যায়। ওই সময় ব্যাটার শুরু থেকেই মারতে চায়। আমরাও শুরু থেকে রান কম দেওয়ার চিন্তা করি, এটুকুই পার্থক্য। যে ধরনের বলে ডট পাওয়া যাবে, ওটাই বেশি চেষ্টা করি।’ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে চান হাসান। ইংলিশ পেসারকে কাছ থেকে চাপ সামলে ভালো করার টোটকাও নেওয়ার ইচ্ছা তার। সাদা বলের দুই সংস্করণের দলে নিয়মিত জায়গা পেলেও টেস্টে খেলা হয়নি এ পেসারের। ভবিষ্যতে সাদা পোশাকেও খেলার স্বপ্ন দেখা হাসান ক্যারিয়ার শেষে নামের পাশে ৫০০ উইকেট দেখতে চান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com