
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে ২৩৭ রানে ইনিংস গুটিয়ে গেছে আফিফ হোসেন ধ্রুবদের। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ইনিংস পেরিয়ে ৩১ রানে এগিয়ে সফরকারীরা।
সিরিজের তৃতীয় ম্যাচের একাদশে আসবে বড়সড় পরিবর্তন। আফগান টেস্ট সামনে রেখে একাদশে সুযোগ পাবেন মুমিনুল হক, ইয়াসির রাব্বি, শরীফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীরা। গতকাল বিসিবির একটি সূত্রে এ তথ্য জানা গেছে। দ্বিতীয় ম্যাচের একাদশে সুযোগ পেয়ে ভালো বোলিং করেছেন পেসার খালেদ আহমেদ। ১৫ ওভারে ৩.০৭ ইকোনোমিতে ১ উইকেট নেন তিনি।