মাইলফলকের সামনে সাকিব-মুশফিক

৮১৪৩ রান
তামিম ইকবাল
ম্যাচ: ২৩৪, গড়: ৩৬.৮৪
৮১৪৩ রান তামিম ইকবাল ম্যাচ: ২৩৪, গড়: ৩৬.৮৪

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে দারুণ এক মাইলফলক ছুঁতে পারতেন সাকিব আল হাসান। ৭৫ রানের ইনিংসটায় আর ২৪টি রান যোগ করলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫০ ওভারের সংস্করণে ৭ হাজার রানের মালিক হতেন তিনি।

৬৯৭৬ রান
সাকিব আল হাসান
ম্যাচ: ২২৭, গড়: ৩৭.৭০
৬৯৭৬ রান সাকিব আল হাসান ম্যাচ: ২২৭, গড়: ৩৭.৭০

অবশ্য এ কীর্তি গড়তে বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। আজ থেকে শুরু হওয়া আয়ারল্যান্ড সিরিজেই কাঙ্ক্ষিত চূড়ায় ওঠার দারুণ সুযোগ বাঁহাতি এ ব্যাটারের। একই সিরিজে এ কীর্তি গড়ার সুযোগ মুশফিকুর রহিমের সামনেও।

৬৯০১ রান
মুশফিকুর রহিম
ম্যাচ: ২৪২, গড়: ৩৬.৩২
৬৯০১ রান মুশফিকুর রহিম ম্যাচ: ২৪২, গড়: ৩৬.৩২

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। তিন ম্যাচে করেছিলেন ১৪১ রান। নামের পাশে ৬ হাজার ৯৭৬ রান নিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করবেন তিনি।

৪৯৫০ রান
মাহমুদুল্লাহ রিয়াদ
ম্যাচ: ২১৮, গড়: ৩৫.৩৫
৪৯৫০ রান মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ: ২১৮, গড়: ৩৫.৩৫

ব্যাট হাতে মাত্র ২৪ রানের বেশি করলেই তামিম ইকবালের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক ছুঁবেন তিনি। তবে একটু পিছিয়ে আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিক।

ইংল্যান্ড সিরিজ সেভাবে ভালো কাটেনি মুশফিকের। শেষ ম্যাচে ৭০ নিয়ে তিন ম্যাচে করেছিলেন ৯০ রান। ৬ হাজার ৯০১ রান নিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করবেন তিনি।

৩৪৬৮ রান
মোহাম্মদ আশরাফুল
ম্যাচ: ১৭৫, গড়: ২২.৩৭
৩৪৬৮ রান মোহাম্মদ আশরাফুল ম্যাচ: ১৭৫, গড়: ২২.৩৭

এ সিরিজে নামের পাশে ৯৯ রান যোগ করতে পারলেই তৃতীয় বাংলাদেশি হিসেবে এ মাইলফলকে ভাগ বসাবেন তিনি। তবে আয়ারল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচ হাজারি ক্লাব থেকে ৫০ রান দূরে আছেন। দলে সুযোগ মিললে সেটাও পূর্ণ করবেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com