
মালাউই জাতীয় দল ও ওহুদ ক্লাবের বিপক্ষে দুটি আন অফিসিয়াল প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রথমটি ১১ মার্চ, পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ মার্চ। আসন্ন তিন জাতি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সৌদি আরবের মদিনায় অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সৌদি আরবেই অনুশীলন করছে আফ্রিকান দেশ মালউই। সে সুযোগ নিয়েই দেশটির বিপক্ষে আন অফিসিয়াল ম্যাচ খেলতে যাচ্ছে হাভিয়ের ক্যাবরেরার দল। আরেক প্রীতি ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরবের দ্বিতীয় টায়ারের দল ওহুদ ক্লাব। ‘ফিফা প্রীতি ম্যাচ টায়ারের বাইরে দলের প্রস্তুতির জন্য দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটিই হবে ক্লোজড ডোর ম্যাচ’— বলছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ২০ মার্চ সিলেটে শুরু হচ্ছে তিন জাতির আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ, ব্রুনাই দারুস সালাম ও সেশলস এ আসরে অংশগ্রহণ করবে। জুনে প্রস্তাবিত সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবেই তিন জাতি প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ। এ আসরের প্রস্তুতির জন্য দল মদিনায় দল পাঠানো হয়েছে। গতকাল বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়।