
ওয়েলিংটনে স্বপ্নের দিন কাটিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ডাবল সেঞ্চুরি করেছেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। তৃতীয় উইকেটে তারা ৩৬৩ রানের জুটি গড়েন। এই জুটিতে ভর করে দ্বিতীয় দিনে ৪ উইকেটে ৫৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। দিনের শেষে ১৭ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিল তারা। সেই সুযোগের চূড়ান্ত সদ্ব্যবহার করেছেন ডাগ ব্রেসওয়েল ও ম্যাট হেনরি। তাদের আঘাতে ২ উইকেটে ২৬ রান তুলে দিন শেষ করে লঙ্কা।
এ নিয়ে টানা তিন টেস্টে সেঞ্চুরি করলেন উইলিয়ামসন। গতকাল ২১৫ রান করে আউট হন। তার সঙ্গে তাল মিলিয়ে হেনরি নিকোলসও ডাবল সেঞ্চুরি করেছেন। এটা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড প্রথম দিন ব্যাট করতে পেরেছিল ৪৮ ওভার। তুলেছিল ২ উইকেটে ১৫৫ রান। গতকাল দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম দুই সেশন খেলেন উইলিয়ামসন ও নিকোলস। এ সময় ৩৪ ওভারে ১৪৯ রান তোলে নিউজিল্যান্ড। ১৭১ বলে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। শুধু সেঞ্চুরি নয়, টেস্টে ৮ হাজার রানও পূর্ণ করেছেন উইলিয়ামসন। তবে সেঞ্চুরির পর উইলিয়ামসনের তুলনায় হাত খুলে খেলেছেন নিকোলস। তার দাপটেই দ্বিতীয় সেশনে ৫.৩৯ গড়ে ২৬ ওভারে ১৩৯ রান তোলে নিউজিল্যান্ড। ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামসন। ফলে একই ইনিংসে দুজনের ডাবল সেঞ্চুরির ১৭তম নজির গড়ে নিউজিল্যান্ড। পরে ওসাদা ফার্নান্দো ৬ রান করে হেনরির বলে আউট হন। ব্রেসওয়েলের বলে আউট হওয়ার আগে কুশল মেন্ডিস কোনো রান করতে পারেননি। দিমুথ করুনারত্নে ১৬ রানে অপরাজিত আছেন।