ম্যাচ শেষে লিটন দাস ‘আত্মবিশ্বাসী ছিলাম’

ম্যাচসেরা লিটন দাস
ম্যাচসেরা লিটন দাস

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে দারুণ খেলেছেন লিটন দাস। তিনি ৫৭ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন। শান্ত করেন ৪৭ রান। দ্বিতীয় উইকেটে লিটনের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হাসান শান্ত। দুজনে মিলে ২ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ এনে দেন। শেষ পর্যন্ত ১৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে ৩-০-তে সিরিজ জিতেছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার পেছনে লিটনের অবদান অনেক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘নতুন বলে রান করা চ্যালেঞ্জিং ছিল। আমাকে কিছু সময় উইকেটে কাটাতে হতো, উইকেটের সঙ্গে অভ্যস্ত হতে হতো। রনি ও শান্ত যেভাবে খেলেছে, তাতে আমার চাপ কিছুটা কমেছে।

উইকেট শিকারের পর তাসকিন আহমেদের বুনো উল্লাস
উইকেট শিকারের পর তাসকিন আহমেদের বুনো উল্লাসইন্টারনেট

আমিও ইনিংসটা সাজাতে পেরেছি।’ এর পর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ নিয়ে তিনি বলেন, ‘চেষ্টা তো থাকবেই ভালো করার। আমি এটাও বলব না যে, আমরা পরের সিরিজে বা তার পরের সিরিজে একেবারে বড় কিছু করে ফেলব। আমরা যেভাবে খেলছি, এভাবে যদি খেলে যেতে পারি, তাহলে একটা জায়গায় যেতে পারব।’ তিনি আরও বলেন, ‘এখন আয়ারল্যান্ড সিরিজ নিয়েই ভাবছি। আমরা আসলে তৃতীয় ওয়ানডে জেতার পর বিশ্বাস পেয়েছি যে, এই ইংল্যান্ডকেও হারানো যায়। আর আমরা দেশের মাটিতে অনেক শক্তিশালী দল। আমাদের হাতে ভালো স্পিনার আছে, ভালো পেসার আছে, ব্যাটাররাও ভালো করছে। ইনফ্যাক্ট ভালো ফিল্ডিং সাইডও আছে। আমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই যে, আপনি জিতবেন কি না। যেহেতু আমাদের দল ভালো, ভালো করলে আমরা জিতব।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com