
সাফ চ্যাম্পিয়নশিপ কেন্দ্র করে পরিচালিত হবে জাতীয় ফুটবল দলের আসন্ন কার্যক্রম। প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরার সঙ্গে আলোচনার পর এ তথ্য জানিয়েছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
২০ জুন শুরু হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। প্রস্তাবিত আসর শেষ হওয়ার কথা ৪ জুলাই। তার আগেই ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলা নিয়ে কোচের সঙ্গে আলোচনা করেছেন জাতীয় দল কমিটির কর্মকর্তারা। দলের প্রস্তুতির নানা দিক নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানালেন কাজী নাবিল আহমেদ, ‘এটা ছিল আমাদের চলমান সভা। ক্যাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মার্চে ফিফা উইন্ডো রয়েছে। জুন-জুলাইয়ে সাফ হওয়ার কথা রয়েছে। সাফের প্রস্তুতি কেন্দ্র করে প্রীতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা হলো কোচের সঙ্গে।’
ক্যাবরেরার চুক্তির মেয়াদ এক বছর বেড়েছে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে এ কোচের সবচেয়ে বড় পরীক্ষা। এ পরীক্ষার বাইরে শক্তিশালী দেশগুলোর বিপক্ষে খেলার ওপর গুরুত্ব দিচ্ছে জাতীয় দলের কমিটি। কাজী নাবিল আহমেদের কথায়, ‘জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে বাংলাদেশ। শক্তিশালী বাহরাইন ও তুর্কমেনিস্তানের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করলেও হারতে হয়েছে। এভাবে শক্তিশালী দেশগুলোর সঙ্গে নিয়মিত খেলতে হবে। এখানে কাজ করার সুবাদে ফুটবলারদের সম্পর্কে ক্যাবরেরার ধারণা তৈরি হয়েছে। এ বছর তার কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করছি।’
মার্চের ফিফা উইন্ডো কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় ভেন্যু সংকটে ঘরের মাঠে ম্যাচ খেলা নিয়ে সংশয় রয়েছে। বাফুফের অন্যতম সহসভাপতি কাজী নাবিল অবশ্য ঘরের মাঠেই ম্যাচ আয়োজনের ওপর গুরুত্ব দিলেন, ‘মার্চে প্রতিবেশী দেশগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টা করব; যে ম্যাচ সাফের দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। দেশেই ম্যাচ আয়োজনের চেষ্টা থাকবে।’
সাম্প্রতিক সময়ে র্যাঙ্কিংয়ের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। এ নিয়ে বাফুফে কর্মকর্তাদের কট্টর সমালোচনা হচ্ছে। রুগ্ণ অবস্থা থেকে উত্তরণের কথা বললেন কাজী নাবিলও, ‘এ বছর আমরা এমনভাবে খেলতে চাই যেন র্যাঙ্কিংয়ে উন্নতি হয়। বেশ কয়েক ধাপ এগিয়ে আসার চেষ্টা থাকবে। এটা একদিনে হবে না, ধাপে ধাপে এগিয়ে আসতে হবে।’
জাতীয় দল গঠনের ক্ষেত্রে সবাইকে দৃষ্টিতে রাখার পথে হাঁটবেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। এ প্রসঙ্গে কাজী নাবিল বলেছেন, ‘প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চলছে। আসর দুটিতে জাতীয় দলের ফুটবলাররা খেলছে। ভেন্যুতে গিয়ে কোচ খেলা দেখছেন, খেলা দেখেই দল গঠন করবেন তিনি। যারা জাতীয় খেলেছেন শুধু তারাই পরিকল্পনায় থাকবেন এমন নয়। নৈপুণ্যের ভিত্তিতে নতুন ফুটবলারও জাতীয় দলে আসতে পারে।’