আল-নাসরের প্রস্তাবে জিদানের না

স্পোর্টস ডেস্ক
আল-নাসরের প্রস্তাবে জিদানের না

রুডি গার্সিয়া যখন আল-নাসর কোচের চাকরি করছেন, তখনো কথাটা শোনা যাচ্ছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ গত এপ্রিলের এক প্রতিবেদনে রুডি গার্সিয়ার জায়গায় জিনেদিন জিদানকে আনতে চায় সৌদি আরবের ক্লাব—এমন দাবি পেশ করে। এখন জানা যাচ্ছে, সত্যিই জিদানকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল আল-নাসর। পত্রপাঠ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফরাসি কিংবদন্তি।

ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’ বৃহস্পতিবার খবরটি প্রকাশ করেছে। ফুট মেরকাতোয় সান্তি আওনার লেখা প্রতিবেদন থেকে জানা গেছে, জিদানকে ২ বছরে ১৫ কোটি ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭২৭ কোটি ৬১ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়েছিল আল-নাসর। ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ট’-এর সঞ্চালক জেরোম রথেন বলেন, ‘জিদানের মতো কোচকে মাঠের বাইরে থাকা উচিত নয়।’ তার অনুষ্ঠানে উপস্থিত জিদানের জাতীয় দল সতীর্থ ক্রিস্তোফ দুগারে বলেছেন, ‘একজন কোচের কাছে কোচিং কোনো বিষয় নয়। তার সেই ইচ্ছাটা আছে এবং সেটা প্রকাশও করেছে। কিন্তু সে যে কোনো প্রস্তাব লুফে নেবে কেন? কোচ হিসেবে তার সাফল্য আছে। প্রায় প্রতিটি ধাপেই সে দারুণভাবে উত্তীর্ণ হয়েছে।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com