
নতুন মাত্রা যোগ হলো ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ও ফ্রান্সের সাবেক ফুটবলার করিম বেনজেমার দ্বন্দ্বে। না খেলে কাতার বিশ্বকাপ থেকে ফিরে আসার ঘটনায় দেশমের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। সম্প্রতি ফরাসি দৈনিক লা পরিসিয়ানে ফ্রান্স কোচের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। নানা প্রসঙ্গের সঙ্গে উঠে আসে বিশ্বকাপ থেকে বেনজেমার বাদ পড়ার বিষয়টিও। ২০১৮ বিশ্বকাপে উপেক্ষিত হলেও দারুণ ছন্দে থেকে ফরাসি তারকা জায়গা করে নেন ২০২২ বিশ্বকাপের স্কোয়াডে। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের দুদিন আগে চোটের কারণে কাতার থেকে ফ্রান্সে ফিরে আসেন বেনজেমা। পরে কোয়ার্টার ফাইনালের আগে সুস্থ হওয়ায় ফিরতে চেয়েছিলেন বিশ্বকাপের স্কোয়াডে। কিন্তু কোচের অনাগ্রহের কারণে সেটি হয়নি। পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ২০২২ সালে ব্যালন ডি’অর জয়ী তারকা।
সে সময় তার এজেন্ট করিম যাজিরি অভিযোগ করেছিলেন, চোট কতটা গুরুতর, তা ভালোভাবে না বুঝেই বেনজেমাকে বিশ্বকাপ থেকে আগেভাগে পাঠিয়ে দিয়েছেন ফ্রান্সের কোচ। কিন্তু সাক্ষাৎকারে এ প্রসঙ্গে দেশম বেনজেমার ওপর দোষ চাপান, ‘১০ ডিসেম্বরের আগে ও (বেনজেমা) অনুশীলনে ফিরতে পারত না। চলে যাওয়ার দিন ওর সঙ্গে আমি প্রায় ২০ মিনিট ছিলাম। এরপর চলে আসার সময় আমি বলেছি, ‘করিম, তাড়াহুড়োর কিছু নেই। চলে যাওয়ার বিষয়টি দলের ব্যবস্থাপকের সঙ্গে আলাপ করে নাও।’ এরপর আমি ঘুম থেকে জেগে শুনি, সে চলে গেছে। এই যাওয়াটা ওর সিদ্ধান্ত।’ মন্তব্যটি ভালোভাবে নেননি বেনজেমা। বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে সাক্ষাৎকারের একটি স্ক্রিনশট দিয়ে সেখানে বেনজেমা লিখেছেন, ‘কী লজ্জা!’ পরে ফরাসি স্ন্যাপচাটার রিচিতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে এক ব্যক্তি বলছে, ‘মিথ্যুক, তুমি মিথ্যুক।’ আর ক্যাপশনে বেনজেমা লিখেছেন, ‘সাধু দিদিয়ের... শুভরাত্রি... ‘