কোয়াবের এজিএম আজ

ক্রীড়া প্রতিবেদক
কোয়াবের এজিএম আজ

দীর্ঘদিন ধরে নির্বাচন নেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)। সর্বশেষ কবে হয়েছে বার্ষিক সাধারণ সভা (এজিএম) সেটাও জানা নেই সাবেক ও বর্তমান ক্রিকেটারদের। কোয়াব নিয়ে বিভিন্ন সময় কথা উঠলেও নেতৃত্বে আসতে চান না অনেকেই। যার কারণেই নামমাত্রই হয়ে পড়ছিল সংগঠনটি। তবে লম্বা সময় লাগলেও অবশেষে হতে যাচ্ছে এজিএম। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে এবারের এজিএম। তবে নির্বাচন হবে কি না তা নিয়ে আছে শঙ্কা।

কেননা ক্রিকেটারদের আগ্রহ না থাকায় থামকে আছে এ সংগঠন, নেই কোনো নির্দিষ্ট ঠিকানাও।

বৃহস্পতিবার মিরপুরে কোয়াব প্রসঙ্গে কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছিলেন, ‘বিসিবি একটা সময় কোয়াবের সঙ্গে ছিল না। এখন বিসিবিও আমাদের (কোয়াব) সঙ্গে আছে, খুব সম্ভবত এই অনুভূতিটা দেওয়ার জন্য আমাকে রাখা হয়েছে।’ কোয়াবের নির্বাচন চেয়ে তিনি বলেছেন, ‘আমার মতে অবশ্যই নির্বাচন হওয়া উচিত। নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com