ওয়ানডেতেও ৮ বছর পর রনি

ওয়ানডেতেও ৮  বছর পর রনি

রনি তালুকদার নিজেকে সৌভাগ্যবানই ভাবতে পারেন। দুর্দান্ত এক বিপিএলের পর জাতীয় দলের সাদা বলের দুই সংস্করণেই জায়গা হয়েছে তার। ৮ বছর পর জাতীয় দলে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে করেন ৫৪ রান, সিরিজ জয়ে রাখেন অবদান। তার ব্যাটিংয়ের ধরন পছন্দ হয়েছে অধিনায়ক থেকে শুরু করে বোর্ড কর্তাদেরও। এবার তরুণ ব্যাটার জাকির হাসানের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা সুযোগ পেয়েছেন তিনি। আজ সকালে দলের সঙ্গে যোদ দিতে সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার কথা রনির। বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন রনির ডাক পাওয়ার তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জাকিরের চোটে ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে রনিকে।

২০১৫ সালে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে জাতীয় দলে ডাক পেয়েছিলেন রনি। তবে সেবার কোনো ম্যাচ খেলা হয়নি তার। এরপর ৮ বছর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে এবার বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সাদা বলের দুই সংস্করণেই ডাক পেয়েছেন ডান হাতি এ ব্যাটার। গতকাল ডিপিএলে মোহামেডানের হয়ে ৮০ রানের দারুণ এক ইনিংস খেলেন রনি। যদিও তাতে তার দল জয় পায়নি। রনির দলে যোগ দিতে একটু দেরি হলেও তার সতীর্থরা গতকাল দুপুরে সিলেটে পৌঁছেছেন। তবে অলরাউন্ডার সাকিব আল হাসানের যোগ দেওয়ার কথা আজ। দুবাইতে একটি অনুষ্ঠানে যোগ দিতে একদিন ছুটি নিয়েছিলেন তিনি। কয়েকদিন ধরে সিলেটে অনুশীলন করছিলেন ওয়ানডে দলে থাকা কয়েকজন ক্রিকেটার। তাদের সঙ্গে ছিলেন প্রথমবার ডাক পাওয়া জাকির। গতকাল দুপুরে অনুশীলনের সময় চোট পান তিনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করতে গিয়ে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন তিনি। বিসিবির একটি সূত্রে জানা গেছে, এ ব্যাটারের সুস্থ হতে সপ্তাহ তিনেক সময় লাগতে পারে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে মাঠে ফেরা হচ্ছে না তার। এদিকে, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও অসুস্থ। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। তবে দলের সঙ্গে আজ তিনি সিলেট পৌঁছেছেন ঠিকই। জানা গেছে, ১৮ মার্চের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com