বাদ নয়, ছুটিতে আফিফ

ক্রীড়া প্রতিবেদক
বাদ নয়, ছুটিতে আফিফ

অনেকটা চমক রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছিল আফিফ হোসেন ধ্রুবকে। টেস্ট অভিষেক না হওয়া আফিফকে অধিনায়ক হতে দেখে প্রশ্ন উঠেছিল। তবে সেটার উত্তর নিজেই দিয়েছিলেন আফিফ। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দিন লাল বলে খেলার প্রশ্নে ডানহাতি এ ব্যাটার বলেছিলেন, ‘অবশ্যই, কেন করব না (এনজয়)’। যদিও প্রথম দুই ম্যাচে তার ব্যাটিংয়ের ধরন ছিল আগ্রাসী, দলের প্রয়োজনেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন বারবার। এতে লাল বলের ক্রিকেট কতটা এনজয় করেন তিনি, সে প্রশ্নও তৈরি হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে আফিফকে ছাড়াই উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে প্রশ্ন উঠেছে পারফরম্যান্সের কারণেই কি দল থেকে বাদ পড়েছেন ডানহাতি এ ব্যাটার। উইন্ডিজের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে দুই ইনিংসে ৪৫ ও ৯ রান করেন আফিফ।

দ্বিতীয় ম্যাচ করেন ৩৭ ও ৪ রান—এমন পারফরম্যান্সের পর তৃতীয় ম্যাচের স্কোয়াডে আফিফের না থাকাতে প্রশ্নটা উঠেছে। তবে পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি তিনি। জানা গেছে, দুই ম্যাচে খেলেই ক্লান্ত হয়ে পড়েছেন ২৩ বছর বয়সী এ ব্যাটার। এ কারণেই ছুটি নিয়েছেন তিনি। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রথম দুই ম্যাচ শেষে ক্লান্ত হয়ে পড়েছেন আফিফ। এ কারণে শেষ ম্যাচে ছুটি চেয়েছেন তিনি। টিম ম্যানেজমেন্ট তার চাওয়াকে গুরুত্ব দিয়েছে। তবে আফিফ ছাড়াও এ ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন। আফগান সিরিজে টেস্ট দলে থাকতে পারেন, এমন বেশ কয়েকজনকে প্রস্তুতির সুযোগ দিয়েছে বোর্ড। শেষ ম্যাচের অধিনায়কত্ব করবেন কে, সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। তবে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com