রিয়ালকে গুঁড়িয়ে সিটির চোখ শিরোপায়

স্পোর্টস ডেস্ক
রিয়ালকে গুঁড়িয়ে সিটির চোখ শিরোপায়

সবকিছুকে পাশে সরিয়ে গত ১৫ বছর একটা স্বপ্নই দেখেছে ম্যানচেস্টার সিটি। আর তা হলো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন। ১০ জুন ইস্তাম্বুলে ইন্টার মিলানকে হারাতে পারলেই সেই স্বপ্ন সত্যি হবে। যদিও সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে যেভাবে গুঁড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল, তাতে মনে হতেই পারে শিরোপা জয় সময়ের অপেক্ষা মাত্র। কোনো কারণে না জিতলে সিটিকে কি ইউরো সেরা বা বিশ্বসেরা ক্লাব বলা হবে না? রিয়ালের বিপক্ষে বুধবার রাতে যে ফুটবল খেলেছে সিটি, তাতে এই প্রশ্নটা অবান্তর মনে হচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে পিছিয়ে গেলেও ম্যানচেস্টার সিটিকে সমতায় ফিরিয়েছিলেন কেভিন দ্য ব্রুইন। কিন্তু দ্বিতীয় পর্বের ম্যাচ হয়েছে একতরফা। ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। জোড়া গোল করেন বের্নার্দো সিলভা। তিনি প্রথম গোলটি করেন ২৩ মিনিটে। দ্বিতীয়টি ৩৭ মিনিটে। ৭৬ মিনিটে আত্মঘাতী গোল করেন মিলিতাও। সংযুক্ত সময়ে দলের চতুর্থ গোল করেন হুলিয়ান আলভারেজ। দুই পর্ব মিলিয়ে সিটি জিতেছে ৫-১ গোল ব্যবধানে। সেই সঙ্গে গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়ালের কাছে হারের প্রতিশোধও নিয়েছে সিটি। ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে তারা। ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে ২-০ গোলে জয়ের পরে মঙ্গলবার এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

রিয়ালের বিপক্ষে হলান্ড গোল পাননি। তবে সিলভা সেই সুযোগ কাজে লাগিয়েছেন জোড়া গোল করে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম লেগে আমার পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। আমার মন খুব খারাপ ছিল। আমি দ্বিতীয় লেগে সেই অপ্রাপ্তি ঘোচানোর চেষ্টা করেছি। আমাকে আমার দলের জন্য, নিজের জন্য ও ভক্তদের জন্য ভালো করতেই হতো।’ জোড়া গোলের অনুভূতি জানাতে গিয়ে সিলভা আরও বলেন, ‘আমরা জানতাম খেলাটা খুব কঠিন হবে। কিন্তু আজকের রাতটা আমাদের জন্য চমৎকার এক রাত। রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার অনুভূতিটা অসাধারণ।’ দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির কাছে হেরেছিল ম্যানচেস্টার সিটি। গত বছর সেমিফাইনালে হেরেছিল রিয়ালের কাছে। এবার তাই সিলভা শিরোপা ছাড়া আর কিছু নিয়ে ভাবতে রাজি নন, ‘আমরা আবারও ফাইনালে উঠেছি। আশা করছি, এবার আমরা জিতব। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার অনুভূতিটা দারুণ। তবে ইন্টার মিলান খুবই ভালো দল। তাদের রক্ষণ অনেক শক্তিশালী, বেশ গোছানোও। প্রতি আক্রমণে খেলতে অভ্যস্ত তারা। ফাইনালে লড়াই হবে ভালোই। আমরাও লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত।’

হারের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘শুরু থেকেই তারা আমাদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছিল। এই চাপ সৃষ্টি করাটা কাজে এসেছে। আক্রমণের তোড়ে আমরা বলের দখলই নিতে পারছিলাম না। আক্রমণেও উঠতে পারছিলাম না। খুব দ্রুতই তারা ২-০ গোলে এগিয়ে যায়। এই জায়গা থেকে আসলে ফেরাটা বেশ কঠিনই। দ্বিতীয়ার্ধে আমরা চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি।’ আনচেলত্তি আরও বলেন, ‘এই হারের বিশ্লেষণ করার কিছু নেই। বিশ্লেষণ করার কোনো মানেও হয় না। এই হার হৃদয় ভেঙে দেওয়ার। কিন্তু কিছু করার নেই। ফুটবলে এমন দিন মাঝেমধ্যে আসে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আমরা খুব কঠিন একটা প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। তারা ভালো খেলে আমাদের হারিয়েছে। এই হার থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি, সেটি পরের মৌসুমে অবশ্যই কাজে আসবে।’

চ্যাম্পিয়ন্স লিগে গার্দিওলার ১০০তম জয় পূর্ণ হয়েছে বুধবার। ১৬০ ম্যাচ খেলে এই টুর্নামেন্টে দ্রুততম ১০০ জয়ের রেকর্ড গড়েছেন তিনি। ম্যাচ শেষে বলেন, ‘গত মৌসুমটা আমাদের জন্য কঠিন ছিল। ওই সময়ে আমাদের বিষ হজম করতে হয়েছে। কিন্তু ফুটবল আপনাকে সব সময় দ্বিতীয় সুযোগ দেবে। ড্রতে যখন গ্রুপে মাদ্রিদ পড়ল, বলেছিলাম হ্যাঁ আমি এটাই চাই। আমি কেন চেয়েছিলাম, কারণটা আজকের ম্যাচের ফলেই পরিষ্কার।’ গার্দিওলার লক্ষ্যও পরিষ্কার,

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com