
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে ঢাকায় এসেছে রাশিয়া দল। আঞ্চলিক প্রতিযোগিতা হলেও বিশেষ আমন্ত্রণে খেলতে এসেছে দেশটি। উয়েফা সদস্যভুক্ত রাশিয়া নিষেধাজ্ঞার কারণে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে পারছে না। উয়েফার অর্থায়নে আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ করে দিয়েছে ইউরোপিয়ান ফুটবল সংস্থাই।
২০ মার্চ শুরু হচ্ছে পাঁচ জাতির এ প্রতিযোগিতা। সব খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। উদ্বোধনী দিন বিকেল ৩টা ১৫ মিনিটে ভারত খেলবে নেপালের বিপক্ষে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ; প্রতিপক্ষ ভুটান। ২২ মার্চ রাশিয়া, ২৪ মার্চ ভারত ও ২৮ মার্চ নেপালের বিপক্ষে বাকি ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। পাঁচ জাতির আসরে প্রতি দল একে অপরের বিপক্ষে খেলার পর সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা দল চ্যাম্পিয়ন হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গতকাল দুপুরে ঢাকায় এসেছে ভুটান ও নেপাল দল। ভারত এসেছে সন্ধ্যায়।