
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেল ইংলিশ ক্লাব চেলসিকে। আগের রাউন্ডে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলকে বিদায় করেছে মাদ্রিদের জায়ান্টরা। গতকাল জুরিখে অনুষ্ঠিত হলো কোয়ার্টার ফাইনালের ড্র।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখকে। পর্তুগিজ ক্লাব বেনফিকা খেলবে ইতালিয়ান জায়ান্ট ইন্টারমিলানের বিপক্ষে।
অল-ইতালিয়ান দ্বৈরথে এসি মিলানের সামনে ন্যাপোলি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল রাতে। রিয়াল, ম্যানসিটি, এসি মিলান ও বেনফিকা প্রথম লেগ খেলবে ঘরের মাঠে। ফিরতি লেগের চার ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল রাতে।
ইউরোপা লিগে আবারও স্প্যানিশ প্রতিপক্ষ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপ পর্বে রিয়াল সোসিয়েদাদ, পরের রাউন্ডে বার্সেলোনা ও শেষ ষোলোর দ্বৈরথে রিয়াল বেতিসকে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা। চতুর্থ স্প্যানিশ প্রতিপক্ষ হিসেবে কোয়ার্টার ফাইনালে এরিক টেন হাগের দল খেলবে সেভিয়ার বিপক্ষে। ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস খেলবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে। আগের রাউন্ডে আর্সেনালকে বিদায় করেছে স্পোর্টিং সিপি। ডাচ ক্লাব ফেইনুর্ড খেলবে এএস রোমার বিপক্ষে। আরেক ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন খেলবে বেলজিয়ান ক্লাব সেইন্ট-গিল্লোইসের বিপক্ষে। ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল রাতে। ফিরতি লেগ হবে ২০ এপ্রিল রাতে।