
এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি পদে পুননির্বাচিত হয়েছেন ট্যুরিস্ট পুলিশ প্রধান ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। গতকাল ইরানের উর্মিয়ায় এশিয়ান কাবাডি ফেডারেশনের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সহসভাপতি নির্বাচিত হলেন হাবিবুর রহমান।
ইরান কাবাডি ফেডারেশনের সভাপতি আব্বাস খাজেহ এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বহাল আছেন পাকিস্তানের মুহাম্মদ সারওয়ার। এজিএম ও নির্বাচনে দেশের প্রতিনিধিত্ব করা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ ইরান থেকে বিষয়গুলো কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করতে এশিয়ান কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’