
গত আসরের মতো স্বর্ণপদক না পেলেও সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট টেবিল টেনিসে পদকসংখ্যা বেড়েছে বাংলাদেশের। ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত আসরে লাল-সবুজদের অর্জন ছিল দুই রুপা ও সাত ব্রোঞ্জ। গতকাল অনূর্ধ্ব-১৯ বিভাগে হৃদয়-রামহিম জুটি শক্তিশালী ভারতের জস মোদি-শ্রীবাস্ত জুটির সঙ্গে দারুণ লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত হারতে হয়েছে। প্রথম দুই গেমে ৭-৫ এবং ৯-৭ পয়েন্টে এগিয়ে থাকার পরও দুটো গেমই হেরে যান বাংলাদেশি দুই প্যাডলার। তৃতীয় গেম জিতলেও বাংলাদেশ চতুর্থ গেমে হেরে যাওয়ায় ম্যাচ হাতছাড়া হয়।
৩-১ সেটের জয়ে স্বর্ণপদক নিশ্চিত করেছে ভারত, রুপা জিতেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ বিভাগে হাসিব-মাহি জুটি প্রতি গেমে লড়াই করলেও ভারতের অভিন্দ-পিয়নুজ জুটির কাছে ৩-০ সেটে হেরে রৌপ্য পদকে সান্ত্বনা খুঁজেছে। অনূর্ধ্ব-১৯ এককের সেমিফাইনালে হৃদয় ভারতের জেইনের কাছে ও রামহিম হেরেছেন অঙ্কুরের কাছে। হৃদয়-রামহিম দুজনই ব্রোঞ্জ জিতেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিভাগে সেমিফাইনালে খই খই মারমা হেরেছেন ভারতীয় এক খেলোয়াড়ের কাছে। ছেলেদের অনূর্ধ্ব-১৯ দলগত বিভাগে তিন দলের মধ্যে টাই হওয়ার পর স্বর্ণপদক হাতছাড়া হয় বাংলাদেশের। মালদ্বীপে অনুষ্ঠিত গত আসরে একটি স্বর্ণ ও পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ।