ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ১০:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

ভুল করতে চান না কাবরেরা

ভুল করতে চান না কাবরেরা

দ্বিপক্ষীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সিশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৩টা ৪৫ মিনিটে।

তারিক কাজীর একমাত্র গোলে প্রথম ম্যাচ জেতা বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় ম্যাচের আগে সেশলস অধিনায়ক স্ট্যানিও ম্যারি ও কোচ নেভিল বোথের কণ্ঠে ছিল সিরিজ জয়ের প্রত্যয়। অতিথিদের শক্তি জোগাচ্ছে প্রথম ম্যাচের শেষদিকের উজ্জ্বল নৈপুণ্য। অন্যদিকে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা গত সেপ্টেম্বরের ভুলটা এখানে করতে চান না। ২২ সেপ্টেম্বর প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে হারানো বাংলাদেশ নেপালের কাছে ১-৩ গোলে হেরেছে। কোচের মতো টানা দ্বিতীয় জয়ের প্রত্যয় ছিল অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে।

‘এ ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলগতভাবে প্রথম ম্যাচের চেয়ে ভালো করার সামর্থ্য রয়েছে— এটা আমরা সবাই জানি। নিজেদের সেরাটা দিয়ে এ ম্যাচ জয়ের জন্যই আমরা মাঠে নামব’—ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এ মিডফিল্ডার যোগ করেন, ‘আমি মনে করি এ ম্যাচ আরও চ্যালেঞ্জিং হবে। সিশেলস সামর্থ্য দেখাতে চাইবে। ম্যাচে দলটি আরও আক্রমণাত্মক হবে। নিশ্চিতভাবেই আমাদের মতোই জয়ের মানসিকতা নিয়েই নামবে সিশেলস।’

এ সিরিজের জন্য সৌদি আরবে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ দল। সেখানে আফ্রিকান দেশ মালাউই ও স্থানীয় ওহুদ ক্লাবের বিপক্ষে দুটি আন-অফিসিয়াল প্রীতি ম্যাচ খেলে লাল-সবুজরা। দুটি ম্যাচ ছিল অমীমাংসিত। সিলেটে প্রথম ম্যাচের শুরুর দিকে অধিপত্য করা বাংলাদেশ শেষদিকে ব্যাকফুটে ছিল।

সিশেলস অধিনায়ক স্ট্যানিও ম্যারি ম্যাচের আগে বলেছেন, ‘এখনো আমাদের সামনে সুযোগ রয়েছে; এ ম্যাচে আমরা গোল করতে চাই। সেরাটা দিয়ে ম্যাচ জিততে চাই। প্রথম ম্যাচে বাংলাদেশ বল নিয়ন্ত্রণে রেখেছিল। আমরা দলটি থেকে খুব বেশি দূরে নই। আমাদেরও ভালো করার সুযোগ রয়েছে।’

জয় দিয়ে বছর শুরুর প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার। তা অর্জিত হওয়ার পর ২-০ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্য ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচের।

এ প্রসঙ্গে হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘প্রথম জয়ে আমরা খুশি। কিন্তু সকলে জানেন এখনো আমাদের লক্ষ্য অর্জিত হয়নি। কারণ আমরা সিলেটে এসেছি দুটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে। গত সেপ্টেম্বরে প্রথম ম্যাচ জয়, পরের ম্যাচ হারতে হয়েছে। এখানে একই ভুল করতে চাই না। আমরা সবাই জানি ম্যাচটি সহজ হবে না।’

প্রথম ম্যাচ হারের পরও সিরিজ নিয়ে আশাবাদী সিশেলস কোচ নেভিল বোথ বলেছেন, ‘বাংলাদেশ টেকনিক্যাল দল। তাদের কিছু শক্তিশালী দিক রয়েছে। আমি মনে করি, প্রেসিং ফুটবল খেলতে পারলে তা আমাদের ফল এনে দেবে। প্রথম ম্যাচ হারের পরও সিরিজ জিততে পারি আমরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ২২ কিশোর

সোনারগাঁয়ে দুস্থ ও অসহায়দের মাঝে রূপায়ন গ্রুপের যাকাত সামগ্রী বিতরণ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া চাইলেই ব্যবস্থা : আইজিপি

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

দৌলতদিয়া লঞ্চঘাট থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে নিয়োগ, এসএসসি পাশেও আবেদন

ঈদের আগে জুতার কারখানায় রহস্যের আগুন

সরকারকে হেফাজতের হুঁশিয়ারি

জাবিতে ছাত্রলীগ কর্মীসহ বহিষ্কার ৭

হরিপুরে সৎসঙ্গ আশ্রম মন্দির উদ্বোধন

১০

রেলপথ ও সড়ক পথ অবোরধের হুঁশিয়ারি ছাত্রলীগের

১১

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

১২

দেশের অসংখ্য মানুষ খাবারের কষ্ট পাচ্ছে : চরমোনাই পীর

১৩

শৈলকুপায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি (৩০ মার্চ ২০২৪, শনিবার)

১৫

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৬

সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে : ডা. ইরান 

১৭

অহেতুক কথা বলে হাস্যাস্পদ হবেন না : সরকারকে আলাল

১৮

জমির দাবিতে বাবার কবরে শুয়ে দাফনে বাধা

১৯

লাইলাতুল কদর চেনার আলামত

২০
*/ ?>
X