উলভসের কাছে হেরে ট্রলের শিকার ক্লপ

উলভসের কাছে হেরে ট্রলের শিকার ক্লপ

লিভারপুলের খুব বাজে সময় চলছে। গত কয়েকটা মৌসুমে যারা দুরন্ত ছিল, এবার তাদের করুণ অবস্থা। হারতে হারতে ‘অল রেড’রা প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১০ নম্বরে নেমে গেছে। সমর্থকদের তাই মাথা গরম। সেই গরম মাথা আরও গরম হয়েছে ইয়ুর্গেন ক্লপের কথা শুনে। প্রিমিয়ার লিগে সর্বশেষ শনিবার রাতে উলভসের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ার পর লিভারপুলের কোচ উলভসের খেলার সমালোচনা করায় ক্ষেপেছেন তারা। শুধু তাই নয়, ক্লপকে ট্রলও করেছেন অনেকে।

পয়েন্ট টেবিলের ১০ নম্বরে থাকার পরও ক্লপ, লিভারপুলের দুরবস্থা দূর করার ব্যাপারে এখনো আত্মবিশ্বাসী। উলভসের মাঠে শনিবার রাতে মাত্র ১২ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। এর পর প্রাণপণ চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। এমন দল কত দূরে যেতে পারে তা নিয়ে সন্দেহ আছে সবার মনে। রুবেন নেভেসের গোলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে অ্যানফিল্ডের দলটি। এর পর উলভসের খেলার ধরন নিয়ে সমালোচনা করে ক্লপ বলেন, ‘তৃতীয় গোলটি আমি হিসাবে ধরছি না। দ্বিতীয়ার্ধে ওই গোলটি করার সময়ই প্রথমবার তারা নিজেদের অর্ধ পেরোতে পেরেছিল।’ ক্লপের এ মন্তব্যের পর ট্রলের শিকার হন ক্লপ। উলভস তাদের টুইটার অ্যাকাউন্টে ২-০ গোলে ম্যাচ জেতার পোস্ট করেছে। আর তৃতীয় গোলদাতা নেভেস হতাশায় মাথার চুল ছিঁড়ছেন। বড় ব্যবধানে হারের পরও আত্মবিশ্বাসী ক্লপ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা ঘুরে দাঁড়াতে পারব। তবে এখন যা অবস্থা তাতে আমি উদ্বিগ্ন না হয়ে থাকতে পারি না। আমি এখানে বসে বলতে পারি না যে, সব ঠিকঠাক আছে এবং আমরা ভালো করছি।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com