‘আনিকা বাংলাদেশে ভালো করবে’

‘আনিকা বাংলাদেশে ভালো করবে’

আনিকা আনিকা সিদ্দিকীর বাংলাদেশ অধ্যায় কেমন হয়—তা সময়ই বলবে। শিষ্যকে অবশ্য লম্বা রেসের ঘোড়া হিসেবেই দেখছেন সুইডিশ ক্লাব ব্রোমাপোজকর্ন ডামলগ নারী দলে এ ফুটবলারের কোচ অ্যান্ডার্স ব্লমকভিস্ট।

‘আনিকা সিদ্দিকী মূলত উইঙ্গার; স্ট্রাইকার হিসেবেও দারুণ দক্ষ। চলতি বছর ১৮ বছর পূর্ণ করতে যাওয়া এ ফুটবলারের বিশেষত্ব হচ্ছে ক্ষিপ্রগতি। বক্সে ফিনিশিং দক্ষতায় যে কোনো দলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন আনিকা সিদ্দিকী। আশা করছি, বাংলাদেশে সে ভালো করবে’—এক ই-মেইল বার্তায় কালবেলাকে বলছিলেন আনিকা সিদ্দিকীর কোচ অ্যান্ডার্স ব্লমকভিস্ট।

আসন্ন অলিম্পিক বাছাইয়ে বাংলাদেশ স্কোয়াডে এ ফুটবলারকে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। ৩ থেকে ১১ এপ্রিল অলিম্পিক বাছাইয়ের প্রাথমিক পর্বে তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ মিয়ানমার, ইরান ও মালদ্বীপ। আনিকা সিদ্দিকীর ক্লাব ওয়েবসাইটে ভিক্টোরিয়া কাপের শেষ ষোলোর স্কোয়াড ঘোষণা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘উদীয়মানদের মধ্যে রয়েছেন আনিকা সিদ্দিকী, যিনি এস্কিলস্তুনার বিপক্ষে সিনিয়র দলে সম্প্রতি অভিষিক্ত হয়েছেন এবং বাংলাদেশের হয়ে অলিম্পিক বাছাই পর্ব খেলার জন্য মনোনীত হয়েছেন।’

সুইডিশ ক্লাবটির একাডেমি কার্যক্রম দিয়ে উঠে আসা আনিকা সিদ্দিকী বয়সভিত্তিক কোনো জাতীয় দলে খেলার জন্য মনোনীত হননি বলে কালবেলাকে নিশ্চিত করেছেন কোচ অ্যান্ডার্স ব্লমকভিস্ট। মনোনীত হলে বাংলাদেশ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে খেলার স্বাদ নেবেন এ ফুটবলার।

গত বছর নেপালে সাফজয়ী দলে এরই মধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া; দীর্ঘদিন ধরে দেশে অবস্থান করলেও যিনি জাতীয় দলে এতদিন উপেক্ষিত ছিলেন। মালদ্বীপে ‘ক্লাব মালদ্বীপ কাপ’ ও বসুন্ধরা কিংসের হয়ে নারী লিগে আলো ছড়িয়ে সম্প্রতি প্রাথমিক স্কোয়াডে যুক্ত হয়েছেন একাধিক পজিশনে খেলার দক্ষতাসম্পন্ন এ ফুটবলার।

সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান স্বপ্না, শামসুন্নাহার জুনিয়র, ঋতু পর্ণা চাকমাকে নিয়ে গড়া লাল-সবুজদের আক্রমণভাগ বেশ শক্তিশালী। আক্রমণভাগকে সহায়তা করতে নিজেকে প্রস্তুত করছেন মাতসুশিমা সুমাইয়া। প্রতিভাবান আনিকা সিদ্দিকী দলে মনোনীত হয়ে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে পারলে তা লাল-সবুজদের ভারসাম্যপূর্ণ দলে পরিণত করবে।

বর্তমানে পুরুষ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক প্রবাসী, ফুলব্যাক তারিক কাজী ফিনল্যান্ড প্রবাসী। দুই ফুটবলার দীর্ঘদিন ধরে লাল-সবুজদের সার্ভিস দিয়ে যাচ্ছেন। মাতসুশিমা সুমাইয়ার পর আনিকা সিদ্দিকী কতদূর যেতে পারবেন? উত্তরটা অজানা। আনিকা সিদ্দিকীর প্রোফাইল ও ভিডিও দেখে এ ফুটবলারকে নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com