রোজায় আয়ারল্যান্ড সিরিজ শুরু দুপুর ২টায়

স্পোর্টস ডেস্ক
রোজায় আয়ারল্যান্ড সিরিজ শুরু দুপুর ২টায়

তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে একটি টেস্ট খেলতে গতকাল বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড। ১৮ মার্চ প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। সিরিজের প্রথম দুটি ওয়ানডে রমজানের আগে হওয়ায় সময়সূচি এমন রাখা হয়েছে। রমজানের মাঝে তৃতীয় ওয়ানডে শুরু হবে বিকেল ৩টায়।

আয়ারল্যান্ড ২৭, ২৯, ও ৩১ মার্চ খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। দুপুর ২টায় শুরু হবে সেই ম্যাচগুলো। এর বাইরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি বাংলাদেশ খেলবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৪ থেকে ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ম্যাচটিতে দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়। দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে আয়ারল্যান্ড। এর আগে সর্বশেষ ২০০৮ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল তারা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com