ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ১০:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

সিশেলসের কাছেও হারল বাংলাদেশ

সিশেলসের কাছেও হারল বাংলাদেশ

দুই অর্ধে দুই রকম খেলা বাংলাদেশ প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ায় নেতিবাচক বিষয়গুলো ঢাকা পড়ে যায়। দুই ম্যাচ সিরিজের পরের ম্যাচটা ড্র করলে অন্তত মান বাঁচত। সিলেটে গতকাল সিশেলসের কাছে হেরেই গেল টিম বাংলাদেশ!

দুই ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ হওয়া সিরিজ থেকে প্রাপ্তি বলতে অভিজ্ঞতা। সিরিজ আয়োজনের প্রকৃত উদ্দেশ্য ছিল র্যাঙ্কিং বাড়ানো। ১-০ গোলের জয়ের পর ১-০ গোলে হার। ১৯৯ স্থানে থাকা সিশেলসের বিপক্ষে ১৯২-এ থাকা বাংলাদেশের এ ফল নিশ্চয় রেটিং পয়েন্ট বাড়াবে না। তাই নিশ্চিতভাবেই বলা যায়, র্যাঙ্কিংয়ে ইতিবাচক কিছু হওয়ার সম্ভাবনা নেই।

রেটিং-র্যাঙ্কিংয়ের অঙ্কের বাইরে সিশেলস সিরিজ ছিল দেশের ফুটবলের জন্য বড় চপেটাঘাত! কারণ, ছোট দ্বীপ রাষ্ট্রটি শৌখিন ফুটবলারদের নিয়ে গড়া। যাদের অধিকাংশই বিভিন্ন পেশায় জড়িত, তারা অবসরে ফুটবল খেলেন। জাতীয় দলে খেলার জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে জড়ো হন তারা। বিপরীতে বাংলাদেশ ফুটবলে পুরো পেশাদারিত্ব না থাকলেও এখানে ফুটবল লোভনীয় পেশা। মাঝারি মানের খেলোয়াড়ও বার্ষিক ৩০-৪০ লাখ টাকা পারিশ্রমিক নেন। শীর্ষ খেলোয়াড়দের ক্ষেত্রে অঙ্কটা দ্বিগুণেরও বেশি। দুই দেশের এমন বৈপরীত্যের কারণে বাংলাদেশ সিশেলসকে হারাবে—এমনটা প্রত্যাশিতই ছিল। সিলেট জেলা স্টেডিয়ামে সে প্রত্যাশা ধাক্কা খাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলামোদীদের হতাশা ছিল লক্ষণীয়।

৬২ মিনিটে মাইকেল মানসিয়ানের পেনাল্টি গোলে হারা ম্যাচ নিয়ে হতাশ বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও, ‘ম্যাচে আমাদের ভুল ছিল। আমরা একই ভুল বারবার করেছি। পেনাল্টি দিয়েছি বোকার মতো।’

এ ম্যাচে অভিষেক হয় বাংলাদেশি লেফট-ব্যাক আলমগীর মোল্লার। প্রথম ম্যাচে ৬০ মিনিট পর জামাল ভূঁইয়াকে তুলে নেন কোচ হাভিয়ের ক্যাবরেরা; গতকাল বেঞ্চে থাকা বাংলাদেশ অধিনায়ককে ম্যাচের ৫৭ মিনিটে মাঠে পাঠান এ কোচ।

এদিন বাংলাদেশ বেশকিছু সুযোগ সৃষ্টি করে। শুরুটা হয়েছিল সপ্তম মিনিটে রবিউল হাসানের শটে; এ প্রচেষ্টা অবশ্য ক্রসবার উঁচিয়ে বাইরে যায়। দ্রুতই পাল্টা জবাব দেয় সিশেলস—ম্যাক্সিমের ফ্রি-কিক অবশ্য ক্রসবারের ওপর দিয়ে বাইরে গেছে। ১৩ মিনিটে সুমন রেজার পাসে মজিবুর রহমান জনির শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টায়। ১৮ মিনিটে রিমন হোসেনকে তুলে আলমগীর মোল্লাকে জাতীয় দলে অভিষেক করান ক্যাবরেরা। ২২, ২৩ ও ৪৫ মিনিটে সুযোগ সৃষ্টি করলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

শেষদিকে বদলি হিসেবে নেমে দুটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন আগের ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষিক্ত এলিটা কিংসলে। ৭৭ মিনিটে সোহেল রানার দারুণ পাসে বক্সের মধ্য থেকে বাঁ পায়ের জোরালো শট বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। ৮০ মিনিটে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও নিয়ন্ত্রণে রাখতে পারেননি নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারের গোলাগুলি-বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্টমার্টিন

পায়ুপথে ৭০ লাখ টাকার সোনার বার পাচার অতঃপর...

নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে শিশুদের প্রতি গণপূর্তমন্ত্রীর আহ্বান

‘নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশনা বাতিলের দাবি’

চাঁপাইনবাবগঞ্জে নগদ টাকা-মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

আমার এলাকায় দ্বৈত শাসন চলবে না : সাবেক ভূমিমন্ত্রী

লবণাক্ত পতিত জমিতে রসুন চাষে কৃষকের মুখে হাসি

মোংলায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

সমাজসেবা অধিদপ্তরে ৩৪৮ জনের বিশাল নিয়োগ 

দেশকে রাহুমুক্ত করতেই বিএনপির আন্দোলন : গয়েশ্বর

১০

মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর : পররাষ্ট্রমন্ত্রী 

১১

ফেনীতে পৃথক স্থানে সড়কে ঝড়ল ২ প্রাণ

১২

রাতেই ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা দেখালেন নিরাপত্তাকর্মী

১৪

রেকর্ড গড়তে ১৩ সেকেন্ডে এক লিটার লেবুর শরবত পান

১৫

অনিয়মের অভিযোগে বন্ধ ৮২ লাখ টাকার সড়ক

১৬

এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা!

১৭

পরিসংখ্যান ব্যুরোতে ৭১৪ জনের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে না বয়সের ছাড় 

১৮

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

১৯

বিডিজেএ'র সভাপতি মাসুম, সম্পাদক মাহবুব সৈকত

২০
*/ ?>
X