নারীদের প্রিমিয়ার লিগ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক
নারীদের প্রিমিয়ার লিগ শুরু আজ

মিরপুর একাডেমির মাঠে প্রায় দেড় ঘণ্টার অনুশীলন শেষ। নেটে অনেকেই ব্যাটিং করেছেন, তবে সেটা তেমন চোখে পড়েনি কারও। কেননা, সেরকম কোনো বিধ্বংসী ব্যাটিংয়ের দেখাও মেলেনি। তবে ভিন্ন কিছুর দেখা মিলেছে যখন মাঝখানের নেটে এসেছিলেন আফিয়া প্রত্যাশা। লং অফের ওপর দিয়ে তৃতীয় বলটি পাঠালেন মিডিয়া গেটের ওপর দিয়ে একাডেমি ভবনের সামনে। অবাক না হয়ে উপায় নেই, এমন বড় ছয় পুরুষদের জাতীয় দলের অনুশীলন ছাড়া খুব একটা চোখে পড়ে না। ডিপিএলে এবার আবাহনীতে খেলবেন প্রত্যাশা। আজ তার দলের খেলা নেই। তবে প্রথম ম্যাচের আগে নিজেকে প্রস্তুত করে নিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা এ ওপেনার। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও কলাবাগানের ম্যাচ দিয়ে আজ বিকেএসপিতে শুরু হচ্ছে নারীদের প্রিমিয়ার লিগ (ডিপিএল)। গতকাল একাডেমি মাঠে দু’দলের কাউকেই দেখা যায়নি। নিজস্ব ক্যাম্পে অনুশীলন করেছেন তারা। তবে একাডেমি মাঠে ছিল নিগার সুলতানা জ্যোতিদের দল রূপালী ব্যাংক। গুলশান ইযুথ ক্লাবের বিপক্ষে ফতুল্লায় নিজেদের প্রথম ম্যাচে নামবেন জ্যোতিরা। দিনের তৃতীয় ম্যাচে বিকেএসপিতে বিকেএসপির মুখোমুখি হবে সিটি ক্লাব।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com