টেস্টে নেই সাকিব ওয়ানডেতেও অনিশ্চিত

আফগানিস্তান সিরিজ
টেস্টে নেই সাকিব ওয়ানডেতেও অনিশ্চিত

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। আঙুলের চোটে ছয় সপ্তাহের জন্য ছিটকে যান তিনি। এতে করে আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট খেলা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের। একই সঙ্গে রশিদ খানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা নিয়ে আছে শঙ্কা। সাকিবের টেস্টে না থাকার তথ্যটি গতকাল সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘আমাদের সেরা খেলোয়াড়, অধিনায়ককে (সাকিব) পাওয়ার সম্ভাবনা নেই আঙুলের চোটের জন্য। সেই হিসেবে আমরা হয়তো কিছুটা পিছিয়ে থাকব। তবে ইনশাআল্লাহ যাদের নেব, তাদের ওপর আমাদের যথেষ্ট কনফিডেন্ট আছে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ।’ টেস্ট মিস করলেও ওয়ানডের আগে সাকিবকে পাওয়ার আশা নান্নুর, ‘যেহেতু ঈদের পর ওয়ানডে সিরিজের আগে লম্বা গ্যাপ আছে। আশা করছি, ও ওয়ানডে স্কোয়াডে ফিরে আসতে পারে।’ চোট কাটিয়ে ফেরার পর সাকিবের ফিটনেস দেখেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com