নিউজিল্যান্ডের ‘বাউন্স ব্যাক’

শ্রীলঙ্কা ৩৫৫ ও ৮৩/৩ নিউজিল্যান্ড ৩৭৩ (অলআউট)
নিউজিল্যান্ডের ‘বাউন্স ব্যাক’

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুদিন দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু তৃতীয় দিনে ড্যারিল মিচেলের শতকে উল্টো লঙ্কানদের চাপে ফেলেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারীদের চেয়ে ১৬৭ রানে পিছিয়ে থাকার সময় ৬ উইকেট হারিয়ে ফেলেছিল কিউইরা। কিন্তু ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে স্বাগতিকদের চাপমুক্ত করেন মিচেল। এতে কম অবদান নেই ম্যাট হেনরির। ক্যারিয়ারে সেরা ইনিংস খেলেন এই পেসার। ১৮ রানের লিড নেওয়ার পর প্রথম ইনিংসে ৩৭৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৮৩ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস ২০ এবং নাইট ওয়াচম্যান প্রবাথ জয়াসুরিয়া ২ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম ইনিংসে ৩৫৫ রান করেছিল শ্রীলঙ্কা। ৫ উইকেটে ১৬২ রান নিয়ে ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। ২৬ রান যোগ করতে সাজঘরে ফেরেন ব্রেসওয়েল (২৫)। অধিনায়ক টিম সাউদিকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন মিচেল। তবে মারমুখী সাউদি বেশিক্ষণ টিকতে পারেননি। ২০ বলে ৩ চার ১ ছয়ে ২৫ রান করে কাসুন রাজিথার শিকার হন কিউই অধিনায়ক। এরপর হেনরিকে সঙ্গে নিয়ে লড়াই করেন মিচেল। ১৮৭ বলে শতক পূর্ণ করেন আগের ১২ ইনিংসের ৭টিতেই অধশতক করা ডানহাতি এ ব্যাটার। ১৭ টেস্টের ক্যারিয়ারে এটি মিচেলের পঞ্চম সেঞ্চুরি। শতক উদযাপন করার পরের ওভারে কুমাবার শিকার হন তিনি (১০২)। এতে ভাঙে হেনরির সঙ্গে ৬৭ রানের জুটি। এরপর রীতিমতো ঝড় তোলেন হেনরি। রাজিথার এক ওভারে ৪টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট অর্ধশতক। অপর প্রান্তে নিল ওয়াগনারও ছিলেন আগ্রাসী। নবম উইকেট জুটিতে ৮.৩ ওভারে ৬৯ রান তোলেন দুজন। হেনরিকে আউট করে সেই ঝড় থামান আসিথা ফার্নান্দো। ১০ চার ৩ ছয়ে ৭৫ বলে ৭২ রান করেন হেনরি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com