শুভ জন্মদিন সমরেশ মজুমদার

 শুভ জন্মদিন সমরেশ মজুমদার

“আমি তো লেখক হতে চাইনি। আমাকে লেখক করা হয়েছে। আমি নাটক লেখতাম। কিন্তু নাটক করার জায়গা পাওয়া যেত না। এর মধ্যে একজন আমাকে বললেন, তুমি নাটকটাকে গল্প করো। তাই করলাম। গল্পটা ছাপা হলো এক নম্বর পত্রিকা ‘দেশ’-এ। এ গল্পের সম্মানী হিসেবে আমাকে ১৫ টাকা পাঠানো হয়েছিল। সেই টাকা পেয়ে আমার বন্ধুদের খুব উৎসাহ। তখন কফির দাম ছিল মাত্র আট আনা। তো বন্ধুরা দুই দিন ধরে কফি খেলো। খেয়ে আমাকে বারবার বলতে লাগল, আরও গল্প লিখতে। এভাবেই আমি লেখক হয়ে উঠলাম।”

—সমরেশ মজুমদার

১০ মার্চ ১৯৪২

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com