মহাসাগরের রহস্য

জানা অজানা?
মহাসাগরের রহস্য

এলিয়েনের স্পেসশিপ: এলিয়েনরা কি সমুদ্রের তলায় ঘাঁটি করতে পারে? ২০১১ সালে সমুদ্র অনুসন্ধানকারীদের একটি দল বাল্টিক সাগরের নিচে অদ্ভুত চিহ্নযুক্ত ডিম্বাকৃতির একটি বস্তু খুঁজে পায়। পরে এ বিষয়টি নিয়ে হৈচৈ পড়ে যায়। অনেকেই এটিকে এলিয়েনদের স্পেসশিপ বলে ধারণা করেন। বিজ্ঞানীরা অবশ্য তাদের সঙ্গে একমত নন। তাদের ধারণা এই অদ্ভুত গঠনটি মূলত হিমবাহ দ্বারা সৃষ্টি। অথবা খেয়ালি প্রকৃতি আপন মনে সাজিয়েছে সাগরের তলদেশকে। তবে এটি আসলে কী? এবং কী থেকে সৃষ্টি এখনো বিজ্ঞানীদের কাছে রহস্য।

বিশালাকৃতির স্কুইড: আপনি কি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান দেখেছেন? তাহলে নিশ্চয়ই সমুদ্রের দানব ক্রাকেন সম্পর্কে জানেন। বেশ কয়েকটি সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের বেঁচে যাওয়া নাবিকরা বলেছেন, বিশালাকৃতির স্কুইড তাদের জাহাজ আক্রমণ করে ডুবিয়ে দিয়েছে। তবে বিজ্ঞানীরা এ তথ্য মানতে নারাজ। গভীর সমুদ্রের অনেক প্রাণী সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। পরে ২০০৪ সালে বিজ্ঞানীরা জায়ান্ট স্কুইডের ছবি তুলতে সক্ষম হন। তবে এরা গভীর সমুদ্রের প্রাণী হওয়ায় এদের জীবনপ্রণালি সম্পর্কে জানা যায়নি। বিজ্ঞানীরা ধারণা করেন যে, এরা আকৃতিতে প্রায় ৬৬-৭০ ফুট পর্যন্ত হতে পারে। এটিও একটি রহস্যময় প্রাণী।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com