বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
সৈয়দ ইশতিয়াক রেজা
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

দুর্বৃত্ত ও পুলিশ

দুর্বৃত্ত ও পুলিশ

রাজনীতির দুর্বৃত্তায়ন নতুন নয়। কিন্তু বাংলাদেশে আর্থিক খাতের বেশ কিছু বড় দুর্বৃত্ত ও তাদের সৃজিত কিছু বড় দুর্বৃত্তায়নের দৃষ্টান্ত আলোচনায় থাকতে থাকতেই এক সামাজিক দুর্বৃত্তের সন্ধান পাওয়া গেল। নাম তার আরাভ খান। আসল নাম রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা।

হঠাৎ আলোচনায় আসা এ ব্যক্তিকে নিয়ে সরব আলোচনা—কে এই আরাভ খান? দুবাইয়ে তার স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন তারকা ব্যক্তি। এবং তখনই জানা গেল এই আরাভের আসল নাম রবিউল; যে আসলে একজন পুলিশ কর্মকর্তা খুনের মামলার পলাতক আসামি। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে নাম নিয়েছেন আরাভ খান, ভারতীয় পাসপোর্ট নিয়েই গেছেন দুবাই। একসময়ের চালচুলাহীন ছিঁচকে দুর্বৃত্ত রবিউল এখন বিশাল ব্যবসায়ী আরাভ খান। তার এমন হঠাৎ ধনী হওয়াটা যে স্বাভাবিক নয়, সেটা আনুধাবন করেই রহস্য দেখা দিয়েছে দুবাইয়ে তার বিপুল অর্থের মালিক আসলে কে?

রাজনীতিবিদরা ক্ষমতা কায়েম রাখতে দুর্বৃত্তদের ব্যবহার করেন। কিন্তু ব্যবসায়ী, আমলা বা ওপরমহলের লোকজনও তাদের অপ্রদর্শিত তথা কালো টাকার ক্যাশিয়ার বানান সামাজিক দুর্বৃত্তদের মাঝ থেকে। তবে কি আরাভ সেরকম কোনো সামাজিক দুর্বৃত্ত যিনি কোনো প্রভাবশালীর দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের জিম্মাদার? এ প্রশ্নগুলো উঠছে সংবেদনশীল মানুষের মনে।

দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান তথা কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের রবিউল ইসলাম সোহাগ মোল্লার উত্থানের গল্প এখন মুখে মুখে। বয়স মাত্র ৩৫। কিন্তু টেলিভিশনে বা সামাজিক মাধ্যমে এসে তার টাকা-পয়সার যে গল্প তিনি বলেন, সেটা কোনোভাবেই তার পারিবারিক পরিচয়ের সঙ্গে যায় না। তার বাবার জীবিকা ছিল এলাকায় সিলভারের হাঁড়ি-পাতিল কাঁধে বহন করে ফেরি করা। এমন একটা অভাবের সংসার থেকে ভাগ্যান্বেষণে ঢাকায় চলে আসেন রবিউল এবং ঘুরে যায় ভাগ্যের চাকা।

একজন দাগি দুর্বৃত্তের যা যা গুণাবলি থাকে তার সবই আছে রবিউল তথা আরাভের। খুনখারাবি ও দুর্বৃত্তায়নের পাশাপাশি ১৫টিরও বেশি বিয়ের তথ্য পাওয়া যাচ্ছে এবং স্থানীয়ভাবে ৫-৭ নারী বিয়ের অভিযোগ এনে এলাকার জনপ্রতিনিধিদের কাছে নালিশও করেছেন।

হঠাৎ করে সাকিব আল হাসানের দুবাই যাওয়ায় বেশ কিছু তথ্য সামনে এনেছে। রবিউল তথা আরাভের দেশান্তরী ও সম্পদশালীর হওয়ার পেছনে নাকি প্রধান ভূমিকা ছিল ঊর্ধ্বতন কোনো এক পুলিশ কর্মকর্তার। এর মধ্যেই সদ্য বিদায়ী পুলিশের আইজি বেনজীর আহমেদ নিজের ভেরিফাইড ফেসবুকে এসে বলেছেন, তিনি রবিউল, সোহাগ বা আরাভ নামের কাউকে চেনেন না, নামও শোনেননি এবং এমনকি দেখাও হয়নি। কেন তিনি স্বপ্রণোদিত ব্যাখ্যা দিলেন সেটি যেমন প্রশ্ন, তেমনি প্রশ্ন খুনের একজন আসামির নাম পুলিশপ্রধান কোনোদিন শোনেননি কেন?

একটি পত্রিকা লিখেছে, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনকে খুনের দায়ে যে মামলা হয়েছিল, তাতে রবিউল তথা আরাভ খানের নাম থাকলেও পরবর্তী সময়ে পুলিশেরই দেওয়া চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয় ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা এবং পুলিশের তৎকালীন এক অতিরিক্ত মহাপরিদর্শকের সুপারিশে। এটি খুবই ভয়ংকরী তথ্য। কেমন করে সহকর্মী খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে সহযোগিতা করতে পারেন আরেকজন পুলিশ কর্মকর্তা? আরও বিষয় হলো, এই আরাভ খান নাকি এরই মধ্যে ফেরারি অবস্থায়ই দুই দফা দেশেও ঘুরে গেছেন। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা এবং অঙ্গীকার দুটো নিয়েই প্রশ্ন ওঠে এসব দেখে। কোনো সাধারণ জিজ্ঞাসা নয়, এগুলো আইনশৃঙ্খলার প্রশ্ন, সমাজবিরোধীদের নিয়ন্ত্রণ করার প্রশ্ন।

আরাভের পেছনে যে পুলিশ কর্মকর্তার জড়িত থাকার কথা উঠে আসছে, তা সত্যি হয়ে থাকলে সেটি প্রকাশ করা দরকার। প্রকাশ করা দরকার এই কারণে যে, বিচারিক প্রক্রিয়ার বাইরেও একটি সমাজ আছে এবং সেই সমাজ জানুক যে, অপরাধ করে, দুর্নীতি করে, অপরাধীকে লালনপালন করে নিশ্চিন্তে সম্মানের সঙ্গে বাস করা যায় না। একটা কথা মনে রাখা দরকার, যেখানে পুলিশি নিষ্ক্রিয়তা, সেখানে অরণ্যের অনিশ্চয়তা। যেখানে মানুষ ভয়ে সিঁটিয়ে থাকে, সেখানে দুর্বৃত্তরা দাপিয়ে বেড়ায়।

এখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে, আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ ওরফে সাগর মোল্লা দুবাইয়ে নজরদারিতে রয়েছেন। তিনি দুবাই থেকে পালাতে পারবেন না। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে দুবাই পুলিশ বাংলাদেশ কনস্যুলেটকে জানিয়েছে। তাকে দুবাই পুলিশ নজরদারিতে রেখেছে। প্রশ্ন হলো, আরাভ দুবাই থেকে পালাতে পারবেন না, তাহলে বাংলাদেশ থেকে পালালেন কী করে? পুলিশ কর্মকর্তা খুন ছাড়াও তার বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা ও অস্ত্র মামলাসহ গোপালগঞ্জের কোটালীপাড়া থানাতেই নয়টি মামলার ওয়ারেন্ট আছে।

আরাভ এখন ব্যাপক আলোচিত সামাজিকমাধ্যমে। তার ফেসবুক অ্যাকাউন্টে এখন ৪ লাখ ২০ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। অনেকে তার ফেসবুক পোস্টগুলো যাচাই-বাছাইও করেছেন। তবে দেখা গেছে, আরাভের পোস্ট করা বেশ কিছু ছবি ফটোশপে এডিট করা। অর্থাৎ আপাদমস্তক একজন প্রতারক এই দাগি সমাজবিরোধী ও খুনি আরাভ খান।

দুর্বৃত্তের হাত থেকে নাগরিককে রক্ষা করে পুলিশ। এখন খোদ পুলিশই যদি নিজে ভিকটিম হয়, আবার খুনির সহযোগী হয়, তাহলে বিপদ অনেক বড়। তাহলে বুঝতে হবে উচ্ছৃঙ্খলতা নয়, শৃঙ্খলারক্ষকদের শৃঙ্খলা নিশ্চিত করার প্রাথমিক ক্ষমতাটুকুও নেই। পুলিশ বাহিনীর ওপর পুলিশ কর্তাদের নিয়ন্ত্রণ প্রয়োজন। পুলিশ বাহিনীর কী করা উচিত ও কী করা উচিত নয়, এ গোড়ার কথাটি পুলিশকর্তারা নিশ্চয়ই জানেন। একটা কথা শুধু বলতে পারি, পুলিশ বাহিনীর মেরুদণ্ড একবার ভেঙে পড়লে সেটা খাড়া করার কোনো সহজ জাদুবল নেই। সমাজের রক্ষকরা মেরুদণ্ডবিহীন হলে বা সমাজবিরোধীদের সঙ্গে পেরে না উঠলে পুলিশ বিপন্ন হবে, দুষ্কৃতকারীরা অভয়বে বলীয়ান হবে।

লেখক : প্রধান সম্পাদক, গ্লোবাল টেলিভিশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীকে মারধর

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী থেকে চাঁদা আদায়ের অভিযোগ

সেতুমন্ত্রীর পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি

পদ্মা ব্যাংকের এমডির পদত্যাগ

আদাবরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করার হুমকি, বিপাকে পুলিশ কনস্টেবল

গরমে বেড়েছে ডায়রিয়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৩

একাধিক অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কে এই তরুণী

‘পরকীয়ার জেরে’ হত্যা করা হয় মিতুকে : মা

১০

গাজার সেই শহরে আবারও নারকীয় হামলার ঘোষণা

১১

রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদে 

১২

যেসব জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা

১৩

‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার’

১৪

গাজীপুরে তীব্র দাবদাহে গলে যাচ্ছে সড়কের পিচ

১৫

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরও একজনের নাম যুক্ত হচ্ছে

১৬

বিআরটিএ’র অভিযানে ৯ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা 

১৭

ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি : রেলমন্ত্রী

১৮

সবাইকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মহানগর বিএনপির

১৯

ব্যাংককে নেওয়া হলো বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে

২০
*/ ?>
X