সম্পাদকীয়
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০৮:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো জরুরি

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো জরুরি

রোববার রাজধানীর সায়েন্সল্যাব-নিউমার্কেট এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজার এলাকায় বহুতল ভবনে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে; যা আরও ভয়ংকর। এর আগে শনিবার চট্টগ্রাম সীতাকুণ্ডে একটি বেসরকারি অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর কালশীতে ১২তলা একটি ভবন ও একইদিন তেজগাঁও টিসিবি গোডাউনেও আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুই ঘটনায় নিহতের ঘটনা না ঘটলেও দগ্ধ হন চারজন। একইদিন নাটোরের বড়াইগ্রামে রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শিশুর বাবা অলি প্রামাণিক। একই সপ্তাহে চার দিনের ব্যবধানে ঘটা এ বিস্ফোরণগুলোতে এখন পর্যন্ত ৩২ জন মারা গেছেন। গুরুতরসহ অসংখ্য আহত রয়েছেন চিকিৎসাধীন। সার্বিক ক্ষতির পরিমাপ করা কষ্টসাধ্য। প্রতিটি বিস্ফোরণের ঘটনাই হৃদয়বিদারক। স্বজনহারাদের করুণ আর্তনাদ আর তাদের অসহায় কান্না-বিসর্জন মানুষকে নাড়া দিয়েছে। এর মধ্যে সিদ্দিকবাজারের কান্না ও মৃত্যুর মিছিল এখনো শেষ হয়নি।

অল্প কয়েকদিনের ব্যবধানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এ ঘটনাগুলোতে মানুষের মাঝে আতঙ্কের পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে ঢাকাবাসীর মাঝে এ আতঙ্কের মাত্রা অত্যন্ত বেশি। কারণ, নানা দুর্ঘটনা ও ভূমিকম্পের আশঙ্কাসহ বিভিন্ন কারণে ঢাকার মানুষ এমনিতেই অনেক ঝুঁকির মধ্যে রয়েছেন। সেইসঙ্গে যোগ হয়েছে এই বিস্ফোরণ আতঙ্ক। যদিও ঢাকা শহরের বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা একাধিকবার ঘটেছে। সীতাকুণ্ডের ঘটনায় কারখানা পরিচালনায় সংশ্লিষ্টদের নানা অবহেলা ও উদাসীনতার অভিযোগ উঠেছে। আমরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি শাস্তির দাবি জানাই। রাজধানীর সায়েন্সল্যাবের ঘটনায় বিশেষজ্ঞরা বলছেন, স্যুয়ারেজ লাইনে জমা হওয়া এবং গ্যাস লাইনের লিকেজ থেকে বের হওয়া গ্যাস মিথেন গ্যাসে রূপান্তরিত হয়ে এমন বিস্ফোরণ হয়েছে। তা ছাড়া ভবনটির অবকাঠামো ছিল দুর্বল। তাই সহজেই ভেঙে পড়েছে। জানা যায়, এই ভবনটি আগে থেকেই ছিল ঝুঁকিপূর্ণ। অথচ ঝুঁকিপূর্ণ এই ভবনেই ঝুঁকি নিয়ে দিনের পর দিন চলছিল স্বাভাবিক কাজকর্ম! স্বভাবতই প্রশ্ন ওঠে, এগুলো দেখভাল করা যাদের দায়িত্ব, তারা কি তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছেন?

আমরা মনে করি, ক্রমাগত বৃদ্ধি পাওয়া এসব দুর্ঘটনার জন্য ভবন মালিক ও ব্যবহারকারীদের অসাবধানতা এবং অসচেতনতা যেমন দায়ী; একই সঙ্গে দায়ী সংশ্লিষ্ট দায়িত্বশীলরাও। কারণ, এ ক্ষেত্রে তাদের উদাসীনতা ও দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি রয়েছে; যা অত্যন্ত হতাশা ও উদ্বেগের। পাশাপাশি এ-সংক্রান্ত ঘটনাগুলোতে আমাদের অতীত অভিজ্ঞতাও সুখকর নয়। এমনকি দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দায়সারা গোছের কিছু একটা করে তদন্তকাজ সম্পন্ন করা হয়। ফলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকে। সেইসঙ্গে রয়েছে আমাদের নানা সীমাবদ্ধতা। এ রকমের দুর্ঘটনা ঘটলে, জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমাদের দক্ষ জনবল, পর্যাপ্ত অবকাঠামো ও উন্নত প্রযুক্তির অভাবসহ রয়েছে নানা ঘাটতি।

আমাদের প্রত্যাশা, তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট দায়িত্বরতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে এসব ঘটনা রোধ এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাদের প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার অবস্থা স্থিতিশীল

বিএনপির চিন্তাধারা ছিল দেশকে পরনির্ভরশীল করা : প্রধানমন্ত্রী

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন

গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাস চালককে আসামি করে মামলা

কথার লড়াইয়ে ক্ষতির মুখে মোস্তাফিজ!

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার

সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পাগল হাসান নিহত

কৃষিতে ইএনএম ব্যবহারে ঢাবির গবেষকদের সাফল্য, সবুজ বিপ্লবের সম্ভাবনা

১০

এপ্রিল থেকে সেপ্টেম্বর ফ্লু মৌসুম হিসেবে চিহ্নিত

১১

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

১২

জেলেনস্কির মিথ্যাচার ফাঁস, ইউক্রেনে কোণঠাসা পশ্চিমারা

১৩

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

১৪

ফেসবুক-ইনস্টাগ্রাম পোস্টের লাইক লুকিয়ে রাখা যাবে আরও সহজে

১৫

ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কী করবে ইসরায়েল

১৬

বাসচাপায় পিকআপের চালক-সহকারী নিহত

১৭

মৃত ব্যক্তিকে ব্যাংকে নিয়ে টাকা তোলার চেষ্টা, নারী আটক

১৮

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে লড়বে কারা?

১৯

জেনে নিন, কী আছে আজ আপনার ভাগ্যে?

২০
*/ ?>
X