সম্পাদকীয়
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

নিত্যপণ্যের সংকট সৃষ্টির অপচেষ্টা ‘গর্হিত কাজ’ : পরিস্থিতি উত্তরণে বাজারে কঠোর নজরদারি আবশ্যক

নিত্যপণ্যের সংকট সৃষ্টির অপচেষ্টা ‘গর্হিত কাজ’ : পরিস্থিতি উত্তরণে বাজারে কঠোর নজরদারি আবশ্যক

চলতি সপ্তাহেই শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাস রমজান। মাসব্যাপী ধর্মীয় আচার পালনে তাই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত আমাদের দেশে রমজান শুরুর আগে বাজারে নানা পণ্যের চাহিদা থাকে অন্য সময়ের চেয়ে বেশি। আর সেই সুযোগে এ সময়ে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি এবং দাম বৃদ্ধিতে সক্রিয় হয়ে ওঠে একশ্রেণির অসাধু চক্র। ফলে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা নির্বাহ হয়ে ওঠে অত্যন্ত কঠিন। প্রতিবারের মতো এবারও সে চিত্রের ব্যত্যয় ঘটেনি। এরই মধ্যে বেড়ে গেছে চাল-ডাল ভোজ্যতেলসহ অন্য নিত্যপণ্যের দাম। রমজানের শুরুতে নিত্যপণ্যের দাম যে আরও এক দফা বাড়বে সেটা অনুমিতই ছিল। কারণ, দেশের বাজারে এ সময়ের অতীত চিত্র বিশ্লেষণ করলে দেখা যাবে, রমজানের আগে নিত্যপণ্যের দাম বৃদ্ধি একটি অলিখিত নিয়মে পরিণত হয়েছে।

শুক্রবার কালবেলায় প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদন বলছে, গত বছরের তুলনায় এ বছর অভ্যন্তরীণ বাজারে নিত্যপণ্য দামের উত্তাপ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত রমজান শুরুর আগে যেসব পণ্যের দাম ছিল ১৫০ টাকা; এবার তা কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। চাল, ডাল, আটা, ময়দা, মসলা, ডিম, মুরগি, মাছ ও মাংসের দাম বেড়েছে ৩ থেকে ৫৭ শতাংশ পর্যন্ত; যা নিঃসন্দেহে উদ্বেগের। বাজার-সংশ্লিষ্টরা এর কারণ হিসেবে আমদানি জটিলতা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে দায়ী করলেও বিশ্লেষকরা বলছেন, বিশ্ব পরিস্থিতির প্রভাবকে কাজে লাগিয়ে একশ্রেণির ব্যবসায়ী ভোক্তার পকেট কাটছে। এর প্রতিকারে সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারছে না।

আমরা জানি এ বছরই খাদ্যে ভেজাল, মজুতদারি, কালোবাজারি এবং নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির হোতাদের ব্যাপারে খোদ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার হুঁশিয়ার করেছেন। বৃহস্পতিবার তিনি আবারও বলেছেন, সামনে রমজান মাস। এ সময় আমাদের কিছু ব্যবসায়ী জিনিসের দাম বাড়ানোর চেষ্টা করে। এটা অত্যন্ত গর্হিত কাজ। কারণ রমজান মাস কৃচ্ছ্রসাধনের সময় এবং মানুষ যাতে ভালোভাবে তাদের ধর্মকর্ম এবং রোজা পালন করতে পারেন, সেদিকেই সবার দৃষ্টি দেওয়া উচিত। সে সময় এসব মুনাফালোভী জিনিসের দাম বাড়ানো আর মানুষকে বিপদে ফেলার কোনো মানে হয় না। সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম। তিনি বলেছিলেন, দেশে চাহিদার তুলনায় অনেক বেশি পণ্য মজুত রয়েছে। সরবরাহ স্বাভাবিক রয়েছে, রমজান মাসে কোনো পণ্যের ঘাটতি হবে না। কিন্তু আমরা দেখছি, রমজানের আগে বাজারের চিত্র স্বাভাবিক নয়। তাহলে তো এটাই প্রমাণিত হয় যে, কৃত্রিম সংকটের নেপথ্যের অশুভ চক্রকে কোনোমতেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

আমরা সবাই জানি এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। কেননা—এক বছরেরও অধিক সময় রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, বিশ্বজুড়ে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, ডলার-সংকট, পরিবহন ব্যয়বৃদ্ধি ইত্যাদি কারণে এমনিতেই সারা বিশ্ব অস্থির। তা সত্ত্বেও দেশের বাজারে কালোবাজারি, মুনাফাখোর ও মজুতদারদের দৌরাত্ম্য চলছেই।

প্রধানমন্ত্রীর মতো আমরাও বলতে চাই, নিত্যপণ্যের সংকট সৃষ্টির অপচেষ্টা একটি ‘গর্হিত কাজ’। আমরা মনে করি, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বাজারে কঠোর নজরদারি বাড়াতে হবে। কারসাজির মাধ্যমে যারা নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে তাদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারকে বিকল্প জোগানের দিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম পরিবেশ উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন

‘দ্য ওয়ার্ল্ড স্কলার্স কাপ ২০২৪’ / শুরু হলো জমজমাট বুদ্ধির লড়াই!

পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরি, পদসংখ্যা ৫৪

‘সবসময় স্বপ্ন ছিল চেন্নাইয়ের হয়ে খেলার’

কুবিতে উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরের কার্যালয়ে তালা

ভিত্তিহীন মেইলে সমর্থন প্রত্যাহার / মামলায় জিতলেন লেবার পার্টির প্রার্থী নুরুল খান

চবির হলে ছাত্রলীগ কর্মীর মদপান, ছবি ভাইরাল

কুড়িগ্রামে হিটস্ট্রোকে এক নারীর মৃত্যু

গাজীপুরে বিদ্যুতের সাবস্টেশনের ট্রান্সফরমারে আগুন

বেলুন উড়িয়ে শুরু হলো জব্বারের বলী খেলা

১০

২৮ এপ্রিল খুলছে স্কুল-কলেজ

১১

নারী শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : জিল্লুর রহমান

১২

জিআই সনদ পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য

১৩

মোনাজাতে অঝোরে চোখের পানি ফেললেন মুসল্লিরা

১৪

বাল্যবিয়ে রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মানবাধিকারের চেয়ারম্যান 

১৫

সরকারি চাকরিজীবী পরিচয়ে ১৪ বিয়ে!

১৬

জেনারেল ম্যানেজার নিচ্ছে ল্যাবএইড, ৪৫ বছরেও আবেদন

১৭

নিজের নামে ভুয়া জিমেইল, সতর্ক করলেন ঢাবি উপাচার্য

১৮

হা-মীম গ্রুপে জনবল নিয়োগ, আবেদন করুন শুধু পুরুষরা

১৯

স্বাধীনতা ক্রীড়া সংঘের নবযাত্রা

২০
*/ ?>
X